ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠেও ট্রফিজয় অধরা থেকেছে ভারতের। এবার ফাইনালে উঠতে পারেনি টিম ইন্ডিয়া। ১১ জুন শুরু লর্ডসে শুরু হবে ডব্লিউটিসি ফাইনাল। অস্ট্রেলিয়া মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ফাইনাল জয়ী দল কত টাকা আর্থিক পুরস্কারমূল্য পাবে? পরাজিত দলই বা কত টাকা পাবে? এদিন ঘোষণা করেছে আইসিসি। ফাইনালে না উঠে ভারতীয় দলই বা কত পাবে, তাও জানা গিয়েছে এদিন।
ডব্লিউটিসি ২০২৩-২৫ চক্রের মোট পুরস্কারমূল্য ৫.৭৬ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৯.২৮ কোটি টাকা। যা আগের দু’টি সংস্করণের থেকে দ্বিগুণ অধিক। ফাইনালে জয়ী দল পাবে ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩০.৮০ কোটি)। রানার্স দল পাবে ২১.৬ লক্ষ ডলার (প্রায় ১৮.৪৮ কোটি টাকা)। তৃতীয় স্থানে থাকা ভারতীয় দলও খালি হাতে ফিরবে না। টিম ইন্ডিয়া পাবে ১.৪৪ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ১২.৩৩ কোটি টাকা)। সুতরাং ফাইনাল না খেলেও ভারত যে অঙ্কের পুরস্কারমূল্য পেতে চলেছে, তা নেহাত কম নয়।
বৃহস্পতিবার এক বিবৃতিতে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, “আমি নিশ্চিত যে দর্শকরা অসাধারণ একটা ফাইনাল উপভোগ করবে। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা, দুই দলকেই আইসিসি’র পক্ষ থেকে শুভকামনা জানাই।”
উল্লেখ্য, প্রথম দল হিসেবে এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠেছে। ফাইনালে উঠে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা বলেছিলেন, “বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পেরে খুবই আনন্দিত। আমাদের সামনে আইসিসির শিরোপা জয়ের জন্য খুবই ভালো সুযোগ রয়েছে। লর্ডস এই মেগা ম্যাচের জন্য উপযুক্ত ভেন্যু। সকলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরাটা দেওয়ার চেষ্টা করব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.