ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিজ জুড়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন বুমরাহ। প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন। লর্ডস টেস্টে ফিরে প্রথম ইনিংসে পাঁচ উইকেট-সহ ৭ উইকেট পেয়েছিলেন তিনি। অর্থাৎ দু’টি টেস্টে তাঁর উইকেট সংখ্যা ১২টি। ম্যাঞ্চেস্টারে তিনি প্রথম এগারোয় থাকলে ভারতীয় দলের কাছেই সুবিধা। যদিও এই পরিস্থিতিতে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডেভিড লয়েড মনে করিয়ে দিয়েছেন, বুমরাহ খেললেই ভারত হারে। তাই বুমরাহকে নিয়ে পরিকল্পনা পরিবর্তন করতে হবে শুভমানদের।
ঘটনাচক্রে লিডস এবং লর্ডস টেস্টে খেলেছেন টিম ইন্ডিয়ার এই ‘বোলিং ফিগারহেড’। কিন্তু এই দু’টি টেস্টেই পরাজিত হয়েছে ভারত। এই পরিস্থিতিতে ‘টকস্পোর্ট’কে দেওয়া সাক্ষাৎকারে লয়েড বলছেন, “বুমরাহকে ছাড়া এজবাস্টনে দুর্দান্তভাবে জিতেছে ভারত। অনেকেই বলে, ও খেললে ভারত নাকি বেশিরভাগ ম্যাচ হারে। খেললে কম হারে। তারাই কিন্তু বুমরাহকে বিশ্বসেরা বলেন। ওর বোলিং অ্যাকশন অনেকটাই আলাদা। যদিও ছেলেটা বেশ ভালো।”
এই পরিস্থিতিতে লয়েড জানিয়েছেন বুমরাহকে নিয়ে প্রয়োজনে পরিকল্পনা বদল করার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে ভারতের। লয়েডের সংযোজন, “ভারতের কোচ গৌতম গম্ভীর বলেছিলেন, বুমরাহ পাঁচটি টেস্টের মধ্যে তিনটি খেলবে। এখনও দু’টি ম্যাচ বাকি। আপাতত বুমরাহ দু’টি টেস্ট খেলেছে। গম্ভীরের কথা যদি সত্যি হয়, তাহলে ম্যাঞ্চেস্টারে খেলার কথা বুমরাহর। তবে আমার মনে হয়, ওরা এ ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারেনি।”
তিনি আরও বলেন, “ধরা যাক, ওল্ড ট্র্যাফোর্ডে পরের টেস্টে খেলল বুমরাহ। আর সেই টেস্টে ভারত জেতায় সিরিজের ফলাফল হল ২-২। সেক্ষেত্রে কিন্তু ওভালের পঞ্চম টেস্টে বুমরাহ খেলানোর মরিয়া চেষ্টা করা হবে। কিন্তু পরের টেস্টে জিতে ইংল্যান্ড যদি ৩-১ ব্যবধানে এগিয়ে যায়, তাহলে তো ওভালে ওকে নামানোর কোনও মানে হয় না। সেই কারণেই আমার মনে হয়, ম্যাঞ্চেস্টারে খেলানো হবে বুমরাহকে।” উল্লেখ্য, ২৩ জুলাই ম্যাঞ্চেস্টারে শুরু হবে চতুর্থ টেস্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.