ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন ইংল্যান্ড সিরিজ ভারতের তরুণ প্রজন্মের কাছে অগ্নিপরীক্ষা। অবসর নেওয়ায় দলে নেই রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন। এই পরিস্থিতিতে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস মনে করছেন কোহলির ‘বিরাট’ অভাব অনুভূত হবে ভারতীয় শিবিরে।
২০ জুন লিডসে শুরু হতে চলেছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড একটি ভিডিও পোস্ট করেছে। তাতে কোহলি প্রসঙ্গে স্টোকস বলেন, “আমার মতে কোহলির লড়াইয়ের মানসিকতা মিস করবে ভারত। আগ্রাসন এবং জয়ের খিদে কিন্তু ওকে ব্যতিক্রমী করে। জার্সির পিছনে ১৮ নম্বরকে ও তো নিজেরই করে নিয়েছিল তাই না? পরের সিরিজে কাউকেই ১৮ নম্বর জার্সি পরে নামতে দেখব না ভেবেই খারাপ লাগছে।”
এই ইংরেজ ক্রিকেটারের সংযোজন, “আমি ওকে টেক্সট করে বলেছিলাম, ‘তোমার বিরুদ্ধে না খেলতে না পারাটা খুবই দুঃখের।’ কারণ আমি বিরাটের বিরুদ্ধে খেলতে ভালোবাসি। আমরা দু’জনেই একে অপরের বিরুদ্ধে খেলতে ভালোবাসি, কারণ মাঠে থাকাকালীন আমাদের মানসিকতা একই রকম থাকে। মাঠে তো আমাদের মধ্যে রীতিমতো যুদ্ধ হয়।”
লিডসে প্রথম টেস্টের পর ২ জুলাই থেকে শুরু এজবাস্টনে দ্বিতীয় টেস্ট। লর্ডসে তৃতীয় টেস্ট হবে ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। শেষ টেস্ট ৩১ জুলাই থেকে, ওভালে। তার আগে কোহলির জায়গায় কাকে ব্যাট হাতে নামতে দেখা যাবে, তা তর্কসাপেক্ষ। অনেকেরই ধারণা, করুণ নায়ারকে হয়তো কোহলির জায়গায় দেখা যেতে চলেছে। যদিও তার আগে মাইন্ড গেমে ভারতকে এভাবেই চাপে রাখার কাজ জারি রাখলেন ইংরেজ অধিনায়ক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.