Advertisement
Advertisement
Asia Cup 2025

জল্পনার অবসান ঘটিয়ে প্রথম একাদশে সঞ্জু, এশিয়া কাপের শুরুতেই টস জিতল ভারত

সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে এশিয়া কাপ অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া।

India wins toss in first match of Asia Cup 2025
Published by: Anwesha Adhikary
  • Posted:September 10, 2025 7:40 pm
  • Updated:September 10, 2025 8:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের প্রথম ম্যাচেই টস জিতলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। বুধবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে এশিয়া কাপ অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। তবে জল্পনার অবসান ঘটিয়ে প্রথম একাদশে রাখা হয়েছে সঞ্জু স্যামসনকে। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে ভার‍ত।

Advertisement

প্রায় ৭ মাস পর টি-২০ খেলছে টিম ইন্ডিয়া। শেষবার ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। তারপর কার্যত বিনা প্রস্তুতিতেই এশিয়া কাপে নামছে গতবারের চ্যাম্পিয়নরা। তবে এবারও খেতাব জয়ের অন্যতম দাবিদার মেন ইন ব্লু। বুধবার অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে এবারের এশিয়া কাপ অভিযান শুরু করছে ভারত।

দেখতে গেলে, আমিরশাহি যুদ্ধ আদতে ভারতের কাছে পাকিস্তান-লড়াইয়ের ড্রেস রিহার্সাল। কিংবা প্রি-টেস্ট। তবে আমিরশাহি ম্যাচ ভারতকে একটা আন্দাজ দিয়ে যাবে, পাকিস্তান যুদ্ধের আগে টিম কোথায় দাঁড়িয়ে। লালচাঁদ রাজপুতের কোচিংয়ে থাকা আমিরশাহি টিমের প্লেয়ারদের কাছে আবার ভারত ম্যাচ জশপ্রীত বুমরাহ-শুভমান গিলদের বিরুদ্ধে খেলার একটা সুযোগ।

তবে দুবাইয়ের বুধবারের আবহাওয়া অপেক্ষাকৃত ঠাণ্ডা রয়েছে বলে টসের সময়ে জানান সূর্য। ম্যাচে পরের দিকে শিশির পড়ার সম্ভাবনা রয়েছে। নতুন উইকেটে খেলতে হচ্ছে বলেই এদিন টস জিতে বল করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক। ক্রিকেটমহলের প্রশ্ন ছিল, উইকেটকিপার-ব্যাটার হিসাবে কাকে খেলানো হবে? আপাতত জিতেশ শর্মাকে পিছনে ফেলে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন সঞ্জু। অন্যদিকে, ভারতের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স করতে মুখিয়ে রয়েছে গোটা টিম, জানালেন সংযুক্ত আরব আমিরশাহী অধিনায়ক মহম্মদ ওয়াসিম।

ভারতের প্রথম একাদশ: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ