সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষিত আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ভারতের মহিলা দল। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দলও জানিয়ে দেওয়া হয়েছে। বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর, সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা। দলে রয়েছেন বাংলার উইকেটকিপার রিচা ঘোষ। তবে বাদ পড়েছেন বিধ্বংসী ওপেনার শেফালি বর্মা।
সম্প্রতি ইংল্যান্ড সফরে ভালো ফল করেছে ভারতীয় দল। অধিনায়ক হরমনপ্রীতের বক্তব্য, “আমাদের দলে যথেষ্ট ভারসাম্য রয়েছে। ইংল্যান্ড সিরিজেও মোটামুটি এই দলটাই ছিল।” অন্যদিকে মহিলা দলের প্রধান নির্বাচক নীতু ডেভিডের বক্তব্য, “এই দলটা আমরা দীর্ঘদিন ধরে তৈরি করেছি। আমরা বেশি পরীক্ষানিরীক্ষা করতে চাইনি।” ভারত এখনও পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। বিশ্বকাপের আগে ১৪ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ রয়েছে। সেখানে যে দল ঘোষণা হয়েছে, তাতে শুধু আমনজ্যোতের বদলে সুযোগ পেয়েছেন সায়লি সাতঘড়ে।
মহিলা ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দল
হরমনপ্রীত কৌর (অধিনায়ক)
স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক)
প্রতিকা রাওয়াল
হরলিন দেওল
দীপ্তি শর্মা
জেমাইমা রদ্রিগেজ
রেণুকা সিং ঠাকুর
অরুন্ধতী রেড্ডি
রিচা ঘোষ (উইকেটকিপার)
ক্রান্তি গৌড়
অমনজ্যোত কৌর
রাধা যাদব
শ্রী চরণী
যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার)
স্নেহ রানা
৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মাটিতে চলবে মহিলাদের বিশ্বকাপের আসর। ১২ বছর পর ভারতের মাটিতে ফিরতে চলেছে এই মেগা টুর্নামেন্ট। দেশের মোট পাঁচটি স্টেডিয়াম ও শ্রীলঙ্কার একটি স্টেডিয়ামে ম্যাচগুলি হবে। ভারতের প্রথম ম্যাচ ৩০ সেপ্টেম্বর। বেঙ্গালুরুতে হরমনপ্রীতদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তারপরই আছে পাকিস্তানের বিরুদ্ধে মহামোকাবিলা। ৫ অক্টোবর, শ্রীলঙ্কার কলম্বোয় মুখোমুখি হবে দুই দল। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এই টুর্নামেন্টও হাইব্রিড মডেলে হচ্ছে। ফলে পাকিস্তানকে ভারতে আসতে হচ্ছে না। প্রথম সেমিফাইনাল ২৯ অক্টোবর, দ্বিতীয় সেমিফাইনাল ৩০ অক্টোবর। ফাইনাল হবে বেঙ্গালুরুতে, ২ নভেম্বর। আর পাকিস্তান উঠলে হবে কলম্বোতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.