Advertisement
Advertisement
India women's cricket team

বিশ্বকাপের মঞ্চে ইতিহাস উইমেন ইন ব্লুর, অজিদের বিরুদ্ধে বড় রান স্মৃতিদের

রেকর্ড গড়লেন স্মৃতি মন্ধানাও।

India women's cricket team create history on the World Cup Stage
Published by: Prasenjit Dutta
  • Posted:October 12, 2025 6:23 pm
  • Updated:October 12, 2025 7:13 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগের ম্যাচগুলিতে ভারতের টপ অর্ডার সেভাবে রান পায়নি। তবে এটা নিয়ে যে খুব একটা চিন্তায় ছিল না ভারতীয় দল, তা ম্যাচের আগেই বলেছিলেন স্নেহ রানা। তাঁর কথাই অক্ষরে অক্ষরে ফলে গেল রবিবার। টপ অর্ডার এদিন সুপার হিট। ইতিহাস গড়ে বিশ্বকাপের মঞ্চে ইতিহাস উইমেন ইন ব্লু। এর আগে বিশ্বকাপের মঞ্চে ভারতের সর্বোচ্চ রান ছিল ৩১৭। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই কৃতিত্ব গড়েছিল ভারত। আর রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হরমনপ্রীতরা তুললেন ৩৩০ রান।

Advertisement

বিশাখাপত্তনমে টসে জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি। ভারতীয় দল এদিন অপরিবর্তিত ছিল। শুরুতে সাবধানী হয়ে ব্যাট করতে থাকেন দুই ওপেনার প্রতিকা রাওয়াল ও স্মৃতি মন্ধানা। ওভারপিছু চার রান করে তুলছিলেন তাঁরা। তবে অষ্টম ওভারে গিয়ে গিয়ার বদল করে ভারত। সোফিয়ে মোলিনেয়াক্সের ওভারে ১৬ রান তুললেন ভারতীয় ওপেনাররা। সেই শুরু। এরপর রীতিমতো তাণ্ডব চালাতে থাকেন প্রতিকা এবং মন্ধানা।

তাঁদের ১৫৫ রানের জুটি ভাঙেন মোলিনেয়াক্স। ৬৬ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলেন স্মৃতি। তাঁর ইনিংস সাজানো ৯টি চার, ৩টি বিশাল ছক্কায়। অসাধারণ ইনিংস খেলে বিশাখাপত্তনমে নজিরও গড়লেন তিনি। এক ক্যালেন্ডার বছরে মহিলাদের ওয়ানডে’তে হাজারের বেশি রান করা প্রথম ক্রিকেটার হয়ে ওঠেন স্মৃতি। ২৯ বছর বয়সি এই ওপেনার মহিলাদের ওয়ানডেতে ৫ হাজার রানও পূর্ণ করেন এদিন। মিতালি রাজের পর পঞ্চম এবং দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসাবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। ১১২ ইনিংসে এখন স্মৃতির রান ৫০২২। কনিষ্ঠতম এবং দ্রুততম পাঁচ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন তিনি। ৫,৫৮৯ বলে এই কৃতিত্ব অর্জন করেন স্মৃতি। এর আগে রেকর্ডটি ছিল ক্যারিবিয়ান ক্রিকেটার স্ট্যাফানি টেলরের দখলে। তিনি এই লক্ষ্যে পৌঁছেছিলেন ১২৯ ইনিংসে।

ভারতের রান যখন ১৯২, দ্বিতীয় উইকেটের পতন হয়। ৯৬ বলে ৭৫ রানে আরেক ওপানার প্রতিকাকে ফেরান সাদারল্যান্ড। অন্যদিকে, নিজের কেরিয়ারে হাজার রান করলেন হারলিন দেওল। ফের ব্যর্থ হলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত। ১৭ বলে ২২ রান। হারলিনও ২২ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন। ভারতের রান তখন ৪ উইকেটে ২৪০। গত ম্যাচগুলিতে অসাধারণ ছন্দে ছিলেন বাংলার মেয়ে রিচা ঘোষ। তিনি নেমেই জেমাইমা রদ্রিগেজের সঙ্গে ঝড় তুললেন। ভারতের রান যখন ২৯৪, স্লোয়ার বল তুলে মারতে গিয়ে আউট হন রিচা। এদিন তাঁর সম্বল ২২ বলে ৩২। ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ ইনিংসে মারলেন তিনটি চার ও দু’টি ছক্কা। জেমাইমার সঙ্গে তাঁর জুটিতে উঠল ৫৪ রান। এর কিছুক্ষণ পর ৩৩ রানে ফিরে গেলেন জেমাইমাও। তিনি আউট হতেই ভারতের লোয়ার অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ৭ বল বাকি থাকতেই ৩৩০ রানে অল আউট হয়ে গেল ভারত। অস্ট্রেলিয়ার হয়ে অ্যানাবেল সাদারল্যান্ড পান ৪০ রানে ৫ উইকেট। মোলিনেয়াক্স ৩ উইকেট নিলেন দিয়েছেন ৭৫ রান। বাকি দু’টি উইকেট ভাগ করে নিয়েছেন মেগান শুট এবং অ্যাশলি গার্ডনার। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ