Advertisement
Advertisement
India Women's Team

বাংলার রিচার বিশ্বরেকর্ড, জেমাইমা-আমনজ্যোতদের দাপটে ইংল্যান্ডকে উড়িয়ে দিল ভারতের মেয়েরা

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ভারতের মেয়েরা।

India Women's Team beats England in 2nd T20 with help of Richa Ghosh's record breaking innings
Published by: Arpan Das
  • Posted:July 2, 2025 9:02 am
  • Updated:July 2, 2025 9:02 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও সহজ জয় ভারতের মেয়েদের। জেমাইমা রদ্রিগেজ, আমনজ্যোতদের দাপটে ২৪ রানে জিতল হরমনপ্রীত কৌরের দল। বিশ্বরেকর্ড গড়লেন বাংলার রিচা ঘোষ। ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ভারতের মেয়েরা।

Advertisement

ব্রিস্টলে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল ইংল্যান্ড। আগের ম্যাচে সেঞ্চুরি করলেও নিজের কেরিয়ারের ১৫০তম টি-টোয়েন্টি ম্যাচে রান পেলেন না স্মৃতি মন্ধানা। তিনি আউট হন ১৩ রানে। আরেক ওপেনার শেফালি বর্মাও মাত্র ৩ রান করেন। দুজনের জুটিতে ১৪ রান উঠলেও নয়া রেকর্ড গড়ল। টি-টোয়েন্টিতে দুজনের জুটি করেছে ২৭২৭ রান (৭৯ ইনিংস)। মহিলাদের টি-টোয়েন্টিতে এত রানের জুটি আর কোনও ক্রিকেটারদের নেই। তাঁরা ছাপিয়ে গেলেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি ও বেথ মুনির ২৭২০ রানের জুটি (৮৪ ইনিংস)।

তবে স্মৃতি ও শেফালির উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতের মেয়েরা। দ্রুত আউট হন হরমনপ্রীতও। সেখান থেকে পালটা লড়াই শুরু করেন জেমাইমা ও আমনজ্যোত। দুজনেই ঝড়ের গতিতে রান তোলেন। আর দুজনেই ৬৩ রান করেন। জেমাইমা আউট হয়ে গেলেও শেষবেলায় বিধ্বংসী ইনিংস খেলে যান বাংলার রিচা ঘোষ। তিনি ২০ বলে ৩২ রান করেন। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১০০০ রান হয়ে গেল ভারতের উইকেটকিপারের। আর সেটাও করেছেন ১৪০ রানের বেশি স্ট্রাইক রেট রেখে। এত স্ট্রাইক রেট রেখে আর কোনও ব্যাটার মহিলাদের টি-টোয়েন্টিতে ১০০০ রানের গণ্ডি অতিক্রম করেননি। তার জন্য রিচা নিয়েছেন ৭০২ বল। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে এটাও সবচেয়ে কম বলে ১০০০ রানের রেকর্ড।

শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ভারত করে ১৮১ রান। জবাবে ইংল্যান্ডের ইনিংস ৭ উইকেট হারিয়ে থেমে যায় ১৫৭ রানে। তিন ইংরেজ ব্যাটার রান আউট হন। দুটি উইকেট নাল্লাপুরেড্ডি চারানির। ভারত ম্যাচ জেতে ২৪ রানে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ