চেন্নাই দলে ফিরছেন পূজারা। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL) ইতিহাসে সবচেয়ে সফল দলদুটির মধ্যে অন্যতম চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। পাঁচ-পাঁচটি ট্রফি রয়েছে তাঁদের ঘরে। যদিও এই মরশুমের শুরুতে বদলে গিয়েছে দলের অধিনায়ক। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) বদলে এখন সিএসকে-র ব্যাটন ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে। আরও কি কিছু চমক অপেক্ষা করে আছে তাঁদের দলে? ভারতীয় ক্রিকেট তারকা চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) সাংকেতিক বার্তায় জল্পনা শুরু হয়েছে ক্রিকেট ভক্তদের মধ্যে।
ভারতীয় টেস্ট ক্রিকেটের স্তম্ভ হিসেবেই পরিচিত চেতেশ্বর পূজারা। টি-টোয়েন্টির দুনিয়ায় কখনই সেভাবে সফল হতে পারেননি তিনি। বরং ধ্রুপদী ঘরানায় মাটি আঁকড়ে পড়ে থেকে ভারতকে বহু টেস্ট ম্যাচ জিতিয়েছেন পূজারা। যদিও আইপিএল ট্রফি জয়ীদের তালিকায় আছে তাঁর নামও। বছর তিনেক আগে চেন্নাইয়ের চ্যাম্পিয়ন দলে ছিলেন পূজারা। আবারও কি চেনা হলুদ জার্সিতে প্রত্যাবর্তন ঘটতে চলেছে তাঁর?
রবিবার দুপুরে সোশাল মিডিয়ায় একটি পোস্টে সাংকেতিক বার্তা দিয়েছেন তিনি। যেখানে পূজারা লিখেছেন, “সুপার কিংস, এই মরশুমে তোমাদের দলে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছি।” তার পরই সোশাল মিডিয়ায় শুরু হয়েছে জল্পনা-কল্পনা। অনেকেই জানতে চেয়েছেন, সত্যিই কি তিনি ফিরছেন চেন্নাই দলে? আইপিএলের নিলামে তিনি অংশগ্রহণ করেননি। ফলে ক্রিকেটার হিসেবে ধোনিদের সঙ্গে যোগ দিতে পারবেন না পূজারা। তাহলে কি অন্য কোনও ভূমিকায় দেখা যাবে তাঁকে?
looking forward to join you guys this season! 💪
— Cheteshwar Pujara (@cheteshwar1)
কিন্তু মজার বিষয় হল, নিজের পোস্টে তিনি ইংরেজি বানান লিখেছেন ‘Supper Kings’। ফলে এটা অন্য কিছুরও ইঙ্গিত হতে পারে। সেটা যদিও তিনি খোলসা করেননি। তাতে কি আর জল্পনা আটকায়? ৩৬ বছর বয়সি পূজারাকে হলুদ জার্সিতে দেখতে পেলে অখুশি হবেন না ভক্তরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.