Advertisement
Advertisement
Wayanad Kerala

ওয়ানড়ে বাঘের হামলায় প্রাণ গেল ভারতীয় ক্রিকেটারের কাকিমার, শোকপ্রকাশ সাংসদ প্রিয়াঙ্কার

৪৮ বছর বয়সি মহিলার মৃত্যুতে তীব্র উত্তেজনা কেরালা জুড়ে।

Indian Cricketer Minnu Mani confirms that a woman killed by tiger in Wayanad Kerala was her aunt
Published by: Arpan Das
  • Posted:January 25, 2025 11:26 am
  • Updated:January 25, 2025 11:51 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঘের হামলায় প্রাণ গেল ভারতীয় ক্রিকেটার মিন্নু মানির কাকিমার। শুক্রবার কেরালার ওয়ানড়ের বাসিন্দা ৪৮ বছর বয়সি রাধার বাঘের হামলায় মৃত্যুর খবর জানা যায়। যা নিয়ে ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়েছে গোটা রাজ্য জুড়ে। তার মধ্যেই মিন্নু নিজেই জানালেন প্রয়াত রাধার সঙ্গে তাঁর আত্মীয়তার কথা।

Advertisement

জানা যাচ্ছে, জঙ্গলে কফি সংগ্রহে গিয়েছিলেন রাধা। সেই সময় তাঁকে বাঘ আক্রমণ করে। রাধার মৃত্যুতে গোটা রাজ্য জুড়ে তীব্র প্রতিবাদ দানা বেঁধেছে। যাদের বক্তব্য, বাঘটিকে দ্রুত গুলি করে মেরে ফেলা হোক। ওয়ানড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও ঘটনায় শোকবার্তা জানিয়েছেন। অন্যদিকে রাজ্য সরকার থেকে রাধার পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা অর্থসাহায্য ঘোষণা করা হয়েছে।

তারপর জানা যায়, রাধা ভারতীয় ক্রিকেটারের ঘনিষ্ঠ আত্মীয়। মিন্নু জানান, “খবরটা শুনে চমকে গিয়েছিলাম। পঞ্চরকে যিনি বাঘের আক্রমণে মারা গিয়েছেন, তিনি আমার কাকিমা। আশা করি, বাঘটা দ্রুত ধরা পড়বে। যাতে ওই অঞ্চলের মানুষ নিরাপদে থাকতে পারেন।” পরে সোশাল মিডিয়ায় মিন্নু লিখেছেন, “শ্রীমতী রাধার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের জন্য আমার সমবেদনা রইল।”

মিন্নু রানি ভারতের হয়ে তিনটি ওয়ানডেতে তিনটি উইকেট ও চারটি টি-টোয়েন্টিতে পাঁচটি উইকেট পেয়েছেন। ২০২৩-এ তাঁর অভিষেক হয়। মহিলাদের প্রিমিয়ার লিগে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন। গত বছরের ডিসেম্বরে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করেছিলেন মিন্নু।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ