সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা হলেন মুকেশ কুমার। পুত্রসন্তান আগমনের খবর সোশাল মিডিয়ায় জানিয়েছেন বাংলার পেসার। আর তাতে শুভেচ্ছার বন্যা। মুকেশের আইপিএল দল থেকে সতীর্থ ক্রিকেটাররা অভিনন্দন বার্তা জানাচ্ছেন তাঁকে।
ইনস্টাগ্রামে সদ্যোজাত পুত্রের হাতের ছবি পোস্ট করেছেন মুকেশ। কচি হাতটা আগলে রেখেছেন মুকেশ ও তাঁর স্ত্রী দিব্যা। সঙ্গে লিখেছেন, ‘একসঙ্গে ভালোবেসেছি, এবার একসঙ্গে সন্তানের দায়িত্ব পালন করব। আমাদের হাতে এখন ছোট্ট পুত্রসন্তানের হাত। ভালোবাসা-সহ মুকেশ ও দিব্যা।’ আরও লিখেছেন, ‘এক নতুন অধ্যায় শুরু হল’।
মুকেশ কুমারের পোস্টের পরই শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থরা। যেমন সূর্যকুমার যাদব লিখেছেন, ‘অনেক অভিনন্দন মুকেশ ভাইয়া’। বাংলার আরেক ক্রিকেটার অভিষেক পোড়েলও শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। আইপিএল তাঁর দল দিল্লি ক্যাপিটালস লিখেছে, ‘আমাদের সমর্থক গোষ্ঠীর মধ্যে এক নতুন সদস্যকে স্বাগত জানাই।’
২০২৩-এর নভেম্বরে বিয়ে হয় মুকেশ কুমারের। তাঁর স্ত্রীর নাম দিব্যা সিং। তিনি বিহারের ছাপড়া জেলার বাসিন্দা। মুকেশ ও দিব্যার বিয়ে হয় গোরক্ষপুরের এক হোটেলে। ফেব্রুয়ারিতে বাগদান হয়েছিল তাঁদের। ভারতের জার্সিতে তিনটি টেস্টে ৭টি উইকেট তুলেছেন মুকেশ। অন্যদিকে ৬টি ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টিতে যথাক্রমে ৫টি ও ২০টি উইকেট পেয়েছেন। তবে টিম ইন্ডিয়ার হয়ে শেষ ম্যাচ খেলেছেন ২০২৪-র জুলাই মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে। এই মুহূর্তে তিনি বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে সোবিস্কো স্ম্যাশার্স মালদার হয়ে খেলছেন।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.