সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনগণমন-অধিনায়ক জয় হে… ভারত ভাগ্যবিধাতা। পাকিস্তানের আকাশ বাতাস মুখরিত করে বেজে উঠল ভারতের জাতীয় সঙ্গীত। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে হঠাৎ শোনা গেল জনগণমন। তাও আবার ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচে।
এমনিতে আইসিসির নিয়ম অনুযায়ী, যে কোনও টুর্নামেন্টে ম্যাচ শুরুর আগে অংশগ্রহণকারী দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। শনিবার লাহোরের গদ্দাফিতে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ ছিল। সেই ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত চলার সময় আচমকা বেজে ওঠে জনগণমন-অধিনায়ক জয় হে…। অবাক হয়ে যান অস্ট্রেলিয়ার ক্রিকেটার এবং দর্শকরা। যদিও কয়েক সেকেন্ডের মধ্যেই ভুল বুঝতে পারেন আয়োজকরা। ভারতের জাতীয় সঙ্গীত মাঝপথে থামিয়ে অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার অর্থাৎ অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত চালানো হয়।
Lmao, they played the Indian national anthem instead of Australia at Lahore for a couple of seconds by mistake.
— GOAT Sachin (@GOATSachin)
মজার কথা হল, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারত সে দেশে খেলতে যায়নি। নিরাপত্তার কারণে ভারতীয় দলকে পাকিস্তান যাওয়ার অনুমতি দেয়নি সরকার। ফলে ভারতের ম্যাচেগুলি হচ্ছে দুবাইয়ে। সেদিক থেকে দেখতে গেলে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীনও পাকিস্তানের মাটিতে ভারতের জাতীয় সঙ্গীত বাজার কথা ছিল না। কিন্তু আয়োজকদের ভুলে সেটাও হয়ে গেল। রোহিতরা খেলতে গেলেন না অথচ ভারতের জাতীয় সঙ্গীত পাকিস্তানে বাজল।
এমনিতে রোহিতরা পাকিস্তানে খেলতে না যাওয়ায় বেশ ক্ষোভটোভ দেখিয়েছিল পিসিবি। এমনকী নিয়ম অনুযায়ী পাকিস্তানের স্টেডিয়ামগুলিতে ভারতের পতাকা লাগাতেও রাজি ছিল না পিসিবি। শেষমেশ আইসিসির হস্তক্ষেপে স্টেডিয়ামে ওড়ানো হয়েছে তেরঙ্গা। এবার জাতীয় সঙ্গীতও বেজে উঠল। স্বাভাবিকভাবেই মুখ লুকোতে হছে পিসিবিকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.