সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার। দীর্ঘ দু’বছর পর ফের ওয়ানডে ব়়্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন মিতালি রাজ (Mithali Raj)। ২২ বছরের ক্রিকেট কেরিয়ারে এই নিয়ে আটবার আইসিসি ওয়ানডে ব়্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটি দখল করে নিলেন তিনি।
গত শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ওয়ানডে-তে ৮৬ বলে অপরাজিত ৭৫ রানের মারকাটারি ইনিংস খেলেন ভারত অধিনায়ক মিতালি। আর তাতেই তৈরি হয় ইতিহাস। ইংল্যান্ডের মাটিতেই প্রাক্তন ইংলিশ তারকা শারলট এডওয়ার্ডসকে পিছনে ফেলে তিন ফরম্যাটে সর্বোচ্চ রানের মালকিন হয়ে যান ৩৮ বছরের মিতালি। বিশ্বের এই দুই মহিলা ক্রিকেটারের ঝুলিতেই রয়েছে ১০ হাজার আন্তর্জাতিক রান। আর এদিন এডওয়ার্সকে (Charlotte Edwards) ছাপিয়ে ১০,২৭৩ রান নিয়ে শীর্ষে পৌঁছে যান দেশের সবচেয়ে সফল অধিনায়িকা। মিতালির নজির গড়ার দিনে ইংল্যান্ডকে হারিয়েই সেলিব্রেশনে মাতে ভারতীয় প্রমিলাবাহিনী। আর সেই সঙ্গে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার হাত থেকেও রক্ষা পায় দল।
এমন দুর্দান্ত ব্যাটিং সৌজন্যেই আরও একবার ব়্যাঙ্কিং শীর্ষে মিতালি। প্রথমবার ২০০৫ সালের এপ্রিলে একদিনের ক্রিকেটে ব্যাটারদের তালিকায় এক নম্বর জায়গাটি দখল করেছিলেন মিতালি। সেবার ওয়ানডে বিশ্বকাপের নিউজিল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৯১ রান ভরেছিলেন ঝুলিতে। ৬ বছর ফের সেই স্থানে পৌঁছে যাওয়া নেহাতই মুখের কথা নয়। কিন্তু ৩৮ বছরে সেই অসাধ্য সাধনই করেছেন তিনি। বুঝিয়ে দিয়েছেন, আগামী বছর বিশ্বকাপে নামার আগে আগুনে মেজাজে রয়েছেন লেডি ‘শচীন তেণ্ডুলকর’।
এদিকে, ভারতীয় প্রমিলাবাহিনীর ওপেনার শেফালি ভার্মা ব়্যাঙ্কিংয়ে ৪৯ ধাপ উঠে পৌঁছে গেলেন ৭১ নম্বরে। ৪ ধাপ উঠে ঝুলন গোস্বামী এলেন ৫৩ নম্বর স্থানে। বোলারদের মধ্যে এক ধাপ এগিয়ে দ্বাদশ স্থানে দীপ্তি শর্মা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.