সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। ভারতীয় ক্রীড়াবিদদের তালিকায় ইনস্টাগ্রাম থেকে সর্বোচ্চ আয় তাঁরই। এই সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্ট করলেই ঝুলিতে ঢোকে প্রায় ১২ কোটি টাকা! ঠিক ধরেছেন, কথা হচ্ছে বিরাট কোহলির। কিন্তু সত্যিই কি এক-একটি পোস্ট থেকে এই বিপুল আয় প্রাক্তন ভারতীয় অধিনায়কের? এবার এ নিয়ে মুখ খুললেন খোদ কোহলি।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ২০২৩ ইনস্টাগ্রামের ধনীদের তালিকা। যেখানে বলা হচ্ছে, মেটার অন্তর্গত এই জনপ্রিয় প্ল্যাটফর্মে একটি ছবি কিংবা ভিডিও পোস্ট করলেই কোহলি (Virat Kohli) পেয়ে যান ১৩ লক্ষ ৮৪ হাজার মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় আনুমানিক ১২ কোটি টাকা। এ খবর সামনে আসতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে। কিন্তু কোহলি জানিয়ে দিচ্ছেন, এ তথ্য একেবারেই সঠিক নয়। শনিবার টুইট করে তিনি জানান, “আমি আমার জীবনে যা পেয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে আমার আয়ের যে খবর ঘুরে বেড়াচ্ছে, তা একেবারেই সঠিক নয়।”
ক্রিকেটের পাশাপাশি তাঁর আয়ের একাধিক উৎস রয়েছে। বিজ্ঞাপনও বিপুল আয় তাঁর। তবে এককথায় কোহলি যেন বুঝিয়ে দিতে চাইলেন, সমাজ মাধ্যম থেকে তাঁর আয় নিয়ে অকারণেই অতিরিক্ত মাথাব্যথা করা হচ্ছে।
While I am grateful and indebted to all that I’ve received in life, the news that has been making rounds about my social media earnings is not true. 🙏
— Virat Kohli (@imVkohli)
ভারতীয়দের মধ্যে ইনস্টাগ্রামের (Instagram) ধনীদের তালিকায় রয়েছে দু’টি নাম। কোহলি এবং প্রিয়াঙ্কা চোপড়া। তালিকায় সাড়ে ২৫ কোটিরও বেশি ফলোয়ার নিয়ে ১৪ নম্বরে রয়েছেন তারকা ক্রিকেটার। অন্যদিকে ৮ কোটি ৮৫ লক্ষের বেশি মানুষ ফলো করেন প্রিয়াঙ্কাকে। ২৯ নম্বরে থাকা অভিনেত্রী নাকি এক-একটি পোস্ট থেকে আয় করেন ৫ লক্ষ ৩২ হাজার মার্কিন ডলার। তবে এই প্রথমবার নয়, এর আগে ২০১৯ এবং ২০২১ সালের তালিকাতেও বিশ্বের তাবড় তাবড় সেলেবদের সঙ্গে জায়গা করে নিয়েছিলেন এই দুই ভারতীয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.