Advertisement
Advertisement

Breaking News

Indian team jerseys

৮০ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে ভারতীয় দলের জার্সি! হাসি সমর্থকদের মুখে, কীভাবে কিনবেন?

কত টাকায় পাওয়া যাবে টিম ইন্ডিয়ার অফিসিয়াল জার্সি?

Indian team jerseys are being sold at 80 percent discount! Fans are smiling, how to buy?
Published by: Prasenjit Dutta
  • Posted:September 4, 2025 6:55 pm
  • Updated:September 4, 2025 6:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯ তারিখ থেকে শুরু এশিয়া কাপ। তার আগে ভারতীয় সমর্থকদের মুখে চওড়া হাসি ফুটবে। কারণ এবার অনেক কম দামে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের জার্সি কিনতে পারবেন তাঁরা। ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করেছে অ্যাডিডাস। ওয়াকিবহাল মহল মনে করেছে, ‘ড্রিম ১১’ ভারতীয় ক্রিকেট দলের স্পনসর থেকে সরে যেতেই জার্সির দাম কমে গিয়েছে।

Advertisement

অ্যাডিডাস বিরাট শতাংশ ছাড় দেওয়ার ফলে টিম ইন্ডিয়ার অফিসিয়াল জার্সির দাম ৫,৯৯৯ টাকা থেকে কমিয়ে ১,১৯৯ টাকা করা হয়েছে। অর্থাৎ, ৪৮০০ টাকা দাম কমেছে। অ্যাডিডাসের দোকান বা অনলাইন থেকে এখন থেকে অনেক কম টাকায় কেনা যাবে ভারতীয় দলের প্রিয় ক্রিকেটারদের জার্সি। কেবল পুরুষদের নয়, মহিলাদের জার্সির দামও কমেছে। মহিলা দলের জার্সিও কেনা যাবে ১১৯৯ টাকায়।

ড্রিম ১১-এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ড্রিম ১১-এর সঙ্গে আগামী বছরের মার্চ পর্যন্ত বিসিসিআইয়ের চুক্তি ছিল। প্রধান স্পনসর হিসাবে তিন বছরে ৩৫৮ কোটি টাকার চুক্তি ছিল দু’পক্ষে। অন্যদিকে, মাই ১১ সার্কেল অ্যাসোসিয়েট স্পনসর হিসাবে পাঁচ বছরের জন্য বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি ছিল। কিন্তু ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল’ পাশ হওয়ার পর এই দুই সংস্থাই বৈধতা হারিয়েছে। এখন নতুন স্পনসর খুঁজছে ভারতীয় বোর্ড।

এরফলে জার্সি প্রস্তুতকারী সংস্থাটি ড্রিম১১-এর লোগো সংবলিত জার্সির সরিয়ে ফেলতে বাধ্য হয়েছে। বিসিসিআই এখন নতুন স্পনসর খোঁজার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এর জন্য দরপত্রের সময়সীমা সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে, ভারতীয় দল এশিয়া কাপে কোনও বাণিজ্যিক স্পনসর ছাড়াই নামতে চলেছে। ১০ সেপ্টেম্বর আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচ দিয়ে আসন্ন এশিয়া কাপের অভিযান শুরু করবে ভারত। ১৪ সেপ্টেম্বর রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement