Advertisement
Advertisement
Team India

ইংল্যান্ড সফরে চাপে ভারতীয় দল, ‘ফুল ফর্মে’ পাওয়া যাবে না বুমরাহকে! বাদের খাতায় শামিও?

কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে টিম ইন্ডিয়ার পেস অ্যাটাক।

Indian team under pressure for England tour, Bumrah may not be in 'full form'! Shami also in the list of outcasts?

ফাইল ছবি।

Published by: Prasenjit Dutta
  • Posted:May 23, 2025 6:10 pm
  • Updated:May 23, 2025 6:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের পর টিম ইন্ডিয়া যাবে ইংল্যান্ড সফরে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলের শুরুও হবে এই সিরিজ থেকে। যদিও এই সিরিজের আগে উঠে আসছে নানান তথ্য। যা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। এই আবহে জানা গিয়েছে, মহম্মদ শামি হয়তো ইংল্যান্ড সিরিজে সুযোগ পাবেন না। অন্যদিকে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রমতে, জশপ্রীত বুমরাহ ইংল্যান্ডে তিনটের বেশি টেস্ট খেলতে চাইছেন না।

Advertisement

ওই সংবাদমাধ্যমই দাবি করেছে, ইংল্যান্ড সিরিজের জন্য এখনও পুরোপুরি চোটমুক্ত হননি শামি। ২০২৩ সালের বিশ্বকাপের পর চোটের কারণে একবছরের বেশি সময় খেলতে পারেননি তিনি। এরপর ঘরোয়া ক্রিকেট খেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাবর্তন ঘটেছিল তাঁর। কিন্তু এখন জানা যাচ্ছে, টেস্ট ক্রিকেটে খেলার মতো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি তিনি।

সংবাদমাধ্যমের দাবি, বোর্ডের চিকিৎসকরা এখনও শামিকে টেস্ট খেলার জন্য সবুজ সংকেত দেননি। এদিকে আইপিএলে ৯টি ম্যাচ খেললেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি শামি। নিয়েছেন মাত্র ৬টি উইকেট। গড় ৫৬.১৭। এদিকে বোর্ডের একাংশ আবার মনে করছে, পুরো ১০ ওভার বোলিং করার মতো অবস্থাতে নেই তিনি। সেই কারণে শামিকে ছাড়াই হয়তো ইংল্যান্ড সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে।

মে মাসের শুরুর দিকেই বিসিসিআইয়ের এক আধিকারিক সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, “আমরা এমন একজন ক্রিকেটার চাই, যে পাঁচটি টেস্টই খেলতে পারবে। এমনই কাউকে সহ-অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হবে। বুমরাহ পাঁচটা টেস্ট খেলবে না। ওকে না সরালে বারবার সহ-অধিনায়ক বদলাতে হবে। তেমনটা চাইছি না। অধিনায়ক এবং সহ-অধিনায়ক সিরিজের সমস্ত টেস্ট খেললে দলেরই সুবিধা।”

অর্থাৎ যে সময়টাতে ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক কে হবেন তা নিয়ে তরজা চলছিল, তখন থেকেই আভাস পাওয়া গিয়েছিল বুমরাহ হয়তো পাঁচটি টেস্ট খেলবেন না। এই কারণেই লাল বলের ক্রিকেট থেকে রোহিত শর্মার অবসরের পর সম্ভাব্য অধিনায়ক হিসেবেও বুমরাহের নাম খারিজ হয়েছে। আর এরই মধ্যে ওই সংবাদমাধ্যম সূত্রের খবর, বুমরাহ নিজেই নাকি পাঁচ টেস্ট খেলতে চাইছেন না। তিনিই জানিয়েছেন, ইংল্যান্ডে তিনটির বেশি টেস্ট তাঁর পক্ষে খেলা সম্ভব না। তাই ইংল্যান্ড সফরের আগেই কার্যত চাপে টিম ইন্ডিয়া। একে বিরাট কোহলি, রোহিত শর্মা নেই। ইংল্যান্ড সফরে কার্যত যেতে চলেছে তরুণ ব্রিগেড। তাই বুমরাহের মতো ভারতের ‘বোলিং ফিগারহেড’ গোটা সিরিজে খেলতে না পারলে আখেরে ভারতীয় দলেরই চাপ। আর শামি না থাকাটাও ভারতীয় পেস অ্যাটাককে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement