সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর বৈষম্য নয়। আর পিছিয়ে থাকবে না মহিলারাও।
ভারতীয় ক্রিকেটে লিঙ্গবৈষম্য দূর করার জন্য ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। এবার থেকে পুরুষ এবং মহিলা ক্রিকেটাররা একই ম্যাচ ফি পাবেন। আর এই খবর জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এই সিদ্ধান্তকে রীতিমতো অভিনন্দন জানিয়েছেন ক্রিকেটাররা। আজকের দিনটাকে ভারতের মহিলা ক্রিকেটের স্মরণীয় দিন বলে আ্যাখ্যা দিয়েছেন মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কউর। তিনি টুইট করে লিখেছেন, “ভারতের মহিলা ক্রিকেটের জন্য স্মরণীয় দিন। পুরুষ ও মহিলা ক্রিকেটারদের ম্যাচ ফি এক করে দেওয়া হয়েছে। বিসিসিআই ও জয় শাহকে (Jay Shah) ধন্যবাদ।”
Truly a red letter day for Women’s Cricket in India with pay parity announced for women and men. Thank you and
— Harmanpreet Kaur (@ImHarmanpreet)
প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj) বোর্ড সচিব জয় শাহের টুইটের প্রেক্ষিতে বলেন, ”ভারতের মহিলা ক্রিকেটের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত। পুরুষ ও মহিলাদের ম্যাচ ফি এক, আগামী বছর পূর্ণাঙ্গ আইপিএল হবে, ভারতের মহিলা ক্রিকেটে নতুন এক যুগের সূচনা হতে চলেছে। এমন একটা সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জয় শাহ এবং বিসিসিআই-কে। সত্যিই খুশি আজ।”
This is a historic decision for women’s cricket in India! The pay equity policy along with the WIPL next year, we are ushering into a new era for women’s cricket in India. Thank you Sir & the for making this happen. Really happy today.
— Mithali Raj (@M_Raj03)
আরেক প্রাক্তন অঞ্জুম চোপড়া টুইটে লিখেছেন, ”বিশাল খবর। ওয়েল ডান বিসিসিআই, জয় শাহ।”
জেমাইমা রডরিগেজ টুইটে লিখেছেন, ”ভারতের মহিলা ক্রিকেটের জন্য কত বড় খবর এটা।”
Massive news this! 👏🏻👏🏻👏🏻 well done
— Anjum Chopra (@chopraanjum)
উল্লেখ্য, বোর্ডের চুক্তি অনুযায়ী, টেস্ট ম্যাচ খেলার জন্য পুরুষ ক্রিকেটাররা পান ১৫ লক্ষ টাকা করে। ওয়ানডে ক্রিকেটে ম্যাচ ফি ৬ লক্ষ। আর টি-২০ ক্রিকেটে ম্যাচ পিছু তাঁরা পান ৩ লক্ষ টাকা করে। মেয়েরা এতদিন এর চেয়ে অনেকটাই কম ম্যাচ ফি পেতেন। এবার থেকে তাঁরাও এই হারেই ম্যাচ ফি পাবেন। যদিও মোট চুক্তির পরিমাণে এখনও বিরাট বৈষম্য রয়ে গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.