ছবি বিসিসিআই
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতের মেয়েরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে একটা সময় ১২৪ রানে ৬ উইকেটে খুইয়ে বিপাকে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে দীপ্তি শর্মা এবং অমনজ্যোত কৌরের জুটি ভারতকে রক্ষা করে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারত ৪৭ ওভারে ৮ উইকেটে ২৬৯ রান করে। ৫৯ রানে জেতে ভারত। ম্যাচের পর অমনজ্যোত-দীপ্তির ঢালাও প্রশংসা করেছেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর।
ম্যাচের পর হরমনপ্রীত জানিয়েছেন, অমনজ্যোত এবং দীপ্তি যেভাবে চাপ সামলেছেন তা প্রশংসনীয়। ভারত অধিনায়কের কথায়, “কঠিন একটা ম্যাচ ছিল। আইসিসি টুর্নামেন্টে প্রত্যেক ম্যাচই চাপের। প্রতিটা খেলাই গুরুত্বপূর্ণ। একটা সময় দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিলাম। দীপ্তি এবং অমনজ্যোত যেভাবে চাপ সামলেছে, তা এককথায় অসাধারণ। দিনের শেষে সবাই একত্রিত হয়ে জেতার চেষ্টা করেছি।”
দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে দীপ্তি শর্মা করেন ৫৩, অমনজ্যোতের সংগ্রহ ৫৭ রান। কেবল ব্যাট হাতে নয়, বোলিংয়েও এই জুটি কামাল করেন। দীপ্তি ৩ উইকেট নেন। অমনজ্যোতের শিকার ১ উইকেট। টিম ইন্ডিয়ার দেওয়া ২৭০ রানের জবাবে শ্রীলঙ্কা ২১১ রানে অলআউট হয়ে যায়। হরমনপ্রীতের সংযোজন, “অমনজ্যোত খুবই গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। ব্যাটে বলে অবদান রাখতে পারে। দীপ্তি বছরের পর বছর ধরে এটা করে আসছে। ওরা দু’জনেই অনবদ্য খেলেছে। হারলিনও দারুণ। দিনটা আমাদের জন্য সব মিলিয়ে ভালো গিয়েছে।”
বোলারদের পারফরম্যান্সে খুশি ভারত অধিনায়ক বলেন, “উইকেট নেওয়ার ক্ষেত্রে ক্রান্তি, স্নেহ রানা এবং দীপ্তি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ওরা উইকেট পাবে, এটাই আমরা আশা করেছিলাম। ওরা ঠিক সেটাই করেছে। চারানির স্পেলও অসাধারণ ছিল। বোলারদের পারফরম্যান্সে খুবই খুশি।” উল্লেখ্য, দীপ্তি শর্মার শিকার ৩ উইকেট। স্নেহ রানা এবং নাল্লাপুরেড্ডি চারানির শিকার দু’টি করে উইকেট। বিশ্বকাপে ভারতের পরবর্তী ম্যাচে ৫ অক্টোবর। রবিবার কলম্বোয় হরমনপ্রীতরা পাকিস্তানের মুখোমুখি হতে চলেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.