Advertisement
Advertisement
Indian women's cricket

স্মৃতি-দীপ্তিদের অদম্য লড়াই বিফলে, মন জিতলেও অজিদের বিরুদ্ধে সিরিজ হার ভারতের

বিশাল রানের লক্ষ্য তাড়া করতে নেমেও দারুণ লড়াই করল ভারত।

Indian women's cricket team loses series against Australia despite winning hearts
Published by: Prasenjit Dutta
  • Posted:September 20, 2025 9:15 pm
  • Updated:September 20, 2025 9:34 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হেরেও মন জিতলেন স্মৃতিরা! অস্ট্রেলিয়ার দেওয়া ৪১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে যেভাবে খেলল ভারতীয় মহিলা দল, তা দেখে প্রশংসা করতেই হয়। বড় রানের লক্ষ্য দেখেও ঘাবড়ে যাননি স্মৃতি মন্ধনা, হরমনপ্রীত, দীপ্তিরা। তবে, মন জিতলেও অজিদের বিরুদ্ধে সিরিজ হার ভারতের। শনিবার ৪৩ রানে হেরে গেল ভারত। তবে এই লড়াই দেখে এ কথা বলাই যায়, বিশ্বকাপের জন্য তৈরি ভারত। 

Advertisement

শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে তুরীয় মেজাজে শুরু করেন দুই অজি ওপেনার অ্যালিসা হিলি এবং জর্জিয়া ভল। ১৮ বলে ৩০ রান করে ক্রান্তি গৌড়ের বলে আউট হন হিলি। এরপর জর্জিয়া এবং এলিসি পেরি মিলে ১০৭ রানের পার্টনারশিপ গড়েন। জর্জিয়া ফেরেন ৬৮ বলে ৮১ রানে। পেরিও ৬৮ রানের দারুণ ইনিংস উপহার দেন। তবে, ম্যাচের ফারাক গড়ে দেন বেথ মুনি। তাঁর ৭৫ বলে ১৩৮ রানের ঝোড়ো ইনিংসটাই অস্ট্রেলিয়াকে ৪১২ রানে নিয়ে যায়।

ভারতের হয়ে অরুন্ধতী রেড্ডি সর্বোচ্চ ৩ উইকেট নিলেও ৮.৫ বলে ৮৬ রান দেন। রেণুকা সিং এবং দীপ্তি শর্মা নেন ২ উইকেট। ক্রান্তি গৌড় ও স্নেহ রানা পান ১ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু করে ভারতও। তবে মাত্র ১০ রানে প্যাভিলিয়ন ফেরেন প্রতীকা রাওয়াল। তবে ভয়ানক রূপ ধারণ করেন স্মৃতি। মাত্র ৫০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে তাঁর নামের পাশে একগুচ্ছ নজিরও। অধিনায়ক হরমনপ্রীত কৌর (৫২) কিংবা দীপ্তি শর্মা (৭২) এবং শেষের দিকে স্নেহ লড়াই অসাধারণ লড়াই করলেও শেষমেশ জেতাতে পারেননি। ৪৭ ওভারে ৩৬৯ রানে শেষ হয় ভারতের ইনিংস।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ