ভারত: ২৯২ (স্মৃতি ১১৭, দীপ্তি ৪০, রোজ ৪২/৩)
অস্ট্রেলিয়া: ১৯০ (অ্যানাবেল ৪৫, এলিসি ৪৪, ক্রান্তি ২৮/৩)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে’তে বড় জয় পেল ভারতীয় মহিলা দল। বুধবার নিউ চণ্ডীগড়ে অজি দলকে ১৯০ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত। এদিন স্মৃতি মন্ধানার দাপুটে সেঞ্চুরিতে ২৯২ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১০২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। এই জয়ের পর তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরলেন হরমনপ্রীতরা।
বুধবার শুরু থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে নামেন ভারতের দুই ওপেনার প্রতিকা রাওয়াল এবং স্মৃতি মন্ধানা। ৩২ বলে ২৫ রানে প্রতিকা আউট হলেও দমানো যায়নি স্মৃতিকে। ৭৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষমেশ ৯১ বলে ১১৭ রানে সাজঘরে ফেরেন স্মৃতি। ঝোড়ো এই ইনিংসের পর ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েন তিনি।
ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান দীপ্তি শর্মার। তিনি করেন ৫৩ বলে ৪০ রান। রিচা ঘোষের সংগ্রহ ২৯। তবে, এদিন রান পাননি ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাঁর নামের পাশে ১৭ রান। অস্ট্রেলিয়ার পক্ষে ডার্সি রোজ পেয়েছেন ৩ উইকেট। অ্যাশলি গার্ডনারের শিকার ২টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অ্যালিশা হিলির উইকেট হারায় অস্ট্রেলিয়া। তাঁকে ৯ রানে সাজঘরে ফেরান ক্রান্তি গৌড়। রেণুকা সিংয়ের বলে রানের খাতা না খুলেই ফেরেন জর্জিয়া ভল। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ রান অ্যানাবেল সাদারল্যান্ডের। তিনি ৪৫ রান করে অরুন্ধতী রেড্ডির বলে আউট হন। এলিসি পেরি করে ৪৪। কিন্তু বাকি কোনও অজি ব্যাটার সেভাবে দাগ কাটতে পারেননি। ক্রান্তি গৌড় নেন ২৮ রানে ৩ উইকেট। দীপ্তি শর্মা পেয়েছেন ২৪ রানে ২ উইকেট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.