স্মৃতি মন্ধনা। ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডে ক্রিকেটে আইসিসির বর্ষসেরা মহিলা ক্রিকেটার হলেন স্মৃতি মন্ধানা। এই নিয়ে দ্বিতীয়বার ওয়ানডেতে বর্ষসেরার সম্মান পেলেন ভারতীয় ব্যাটার। এর আগে ২০১৮ সালেও স্মৃতি এই সম্মান পেয়েছিলেন। এবার বর্ষসেরা হয়ে নয়া রেকর্ডও গড়লেন তিনি। নিউজিল্যান্ডের সুজি ব্যাটস ছাড়া স্মৃতিই ওয়ানডেতে দুবার আইসিসির বর্ষসেরা মহিলা ক্রিকেটার হলেন।
গতবছর স্বপ্নের ফর্মে ছিলেন স্মৃতি। চারটি সেঞ্চুরি-সহ করেছিলেন ৭৯৪ রান। ৫৭.৪৬ গড়ে মাত্র ১৩ ম্যাচে এই রান করেছিলেন তিনি। ওয়ানডেতে তাঁর থেকে বেশি রান ২০২৪-এ আর কেউ করতে পারেননি। স্মৃতিই প্রথম ক্রিকেটার, যিনি মহিলাদের ক্রিকেটে একবছরে চারটি সেঞ্চুরি হাঁকান। এখানেই শেষ নয়। গত বছর তিনি ৯৫টি চার ও ৬টি ছক্কা হাঁকিয়েছিলেন। সেটাও রেকর্ড।
স্মৃতির সঙ্গে বর্ষসেরা হওয়ার দৌড়ে ছিলেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, দক্ষিণ আফ্রিকার লউরা উলভার্ডট ও অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড। তবে শেষ হাসি হাসলেন স্মৃতিই। এছাড়া মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটের বর্ষসেরা হওয়ার দৌড়েও ছিলেন তিনি। চলতি বছর মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ। তার আগে আগুনে ফর্মে আছেন স্মৃতি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচে করেছেন ২৪৯ রান।
For the second time, one of the leading stars of the game takes out the ICC Women’s ODI Cricketer of the Year award 🌟
— ICC (@ICC)
অন্যদিকে পুরুষদের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন আফগানিস্তানের আজমাতুল্লা ওমরজাই। ২০২৪-এ তিনি ১৪ ম্যাচে ৪১৭ রান করেছিলেন। সেই সঙ্গে তুলে নিয়েছেন ১৭টি উইকেট। তিনিই আফগানিস্তানের প্রথম ক্রিকেটার, যিনি আইসিসি-র বর্ষসেরার সম্মান পেলেন।
Azmatullah Omarzai has asserted himself as one of the most versatile white-ball players in the world by taking out 2024’s ICC Men’s ODI Cricketer of the Year 💪
— ICC (@ICC)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.