ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফের ফাঁস ভারতীয় ড্রেসিংরুমের হাঁড়ির খবর! এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ফের ভারতীয় দলের ড্রেসিং রুমে অশান্তির পরিবেশ! এবার কোচ গম্ভীরের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় দলের এক মহাতারকা।
আসলে ইংল্যান্ড সিরিজের পরই কোচ গম্ভীর স্পষ্ট করে দিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের প্রথম পছন্দের উইকেটরক্ষক কেএল রাহুল। তিনি সংবাদমাধ্যমকে বলেন, “রাহুল আমাদের এক নম্বর উইকেটরক্ষক। এই মুহূর্তে এটাই বলতে পারি আমি। পন্থও সুযোগ পাবে। কিন্তু রাহুল ভালো খেলছে। দুজন উইকেটকিপার তো খেলানো যাবে না।” অর্থাৎ গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন, পন্থকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুর দিকে অন্তত বেঞ্চেই বসতে হবে। এ নিয়ে নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গেও তাঁর বাক বিতণ্ডা হয়েছে বলে খবর।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের দাবি, গম্ভীরের এই সিদ্ধান্ত মানতে পারছেন না পন্থ। সূত্রের খবর, সুযোগ না দিয়েই যেভাবে তাঁকে দলের বাইরে রাখা হচ্ছে, তাতেই আপত্তি রয়েছে পন্থের। পন্থ চেয়েছিলেন, কয়েকটি ম্যাচ খেলতে। অন্তত ইংল্যান্ড সিরিজে তাঁকে খেলান হোক তেমনটাই চাইছিলেন পন্থ। আসলে গাড়ি দুর্ঘটনার অসুস্থতা কাটিয়ে প্রত্যাবর্তনের পর মাত্র একটি ওয়ানডে খেলেছেন পন্থ। তিনি নাকি টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন, রান না করতে পারলে যদি তাঁকে বাইরে রাখা হত তা হলে কিছু বলার ছিল না। কিন্তু দিনের পর দিন সুযোগ পা দিয়েই তাঁকে বাইরে রাখা হচ্ছে।
যদিও এ নিয়ে টিম ম্যানেজমেন্ট বা পন্থ বা গম্ভীর কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। ফলে এই খবরের সত্যতা যাচাই করা সম্ভব নয়। তবে এই খবর সত্যি হলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলের জন্য সেটা অশনি সংকেত। কারণ দলের সাজঘরের পরিবেশ ভালো না হলে কোনও দল ভালো খেলতে পারে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.