রোহিত শর্মা। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। আইপিএলের (IPL 2024) লিগ টেবিলে সপ্তম স্থানে পড়ে আছেন হার্দিক পাণ্ডিয়ারা (Hardik Pandya)। অন্যদিকে অধিনায়কত্ব নিয়ে বিতর্কও মেটার নাম নিচ্ছে না। মাঠে হোক বা মাঠের বাইরে, রোহিত শর্মাকেই (Rohit Shrama) নেতা হিসেবে দেখতে চান ভক্তরা। রাজস্থানের (Rajasthan Royals) কাছে ম্যাচ হারার পরেও একই ঘটনা ঘটতে দেখা গেল।
সোমবার সোয়াই মান স্টেডিয়ামে কাছে রাজস্থানের রীতিমতো পর্যদুস্ত হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। যশস্বী জয়সওয়ালের শতরানের কোনও জবাব ছিল না মুম্বই বোলারদের কাছে। তার মধ্যে এক গুচ্ছ ক্যাচ মিস হয়েছে। মুখে হাসি ধরে রাখার চেষ্টা করলেও সব মিলিয়ে হার্দিক পাণ্ডিয়ার অবস্থা বেশ কাহিল। এর মধ্যেই স্টেডিয়াম থেকে ফেরার সময় একদল সমর্থকের মুখে শোনা গেল রোহিত শর্মাকে নিয়ে স্লোগান।
সোশাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওয় শোনা যায় ভক্তরা চিৎকার করে বলছে, ‘হামারে ক্যাপ্টেন ক্যায়সা হো, রোহিত শর্মা য্যায়সা হো” মুম্বই দলের বাস তখন ট্রাফিক জ্যামে আটকে। এমনকী রোহিতকে ‘মুম্বইয়ের রাজা’ বলেও উল্লেখ করা হয়। পুরো ঘটনায় হেসে ভক্তদের দিকে হাত নাড়ান রোহিত। যেন ভক্তদের দাবিকে সমর্থন জানাচ্ছেন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক। এমনিতেও মুম্বই ড্রেসিং রুমের অন্দরমহল নিয়ে রোজই নতুন বিতর্ক শোনা যায়। প্রাক্তন ক্রিকেটাররাও হার্দিকের নেতৃত্ব ও আচরণ নিয়ে ক্ষুব্ধ। তার মধ্যেই রোহিতকে নিয়ে সমর্থকদের স্লোগান হার্দিককে আরও বিপাকে ফেলতে পারে।
The craze of Captain Rohit Sharma in Jaipur traffic jam
The baap of IPL
— ⁴⁵ (@rushiii_12)
তবে জ্যামে আটকে যাওয়ার ঘটনা আরেকবারও ঘটেছে। মুম্বই দল স্টেডিয়ামে যাওয়ার সময়ও যানজটে পড়ে। তখন স্থানীয় এক যুবক এগিয়ে আসেন তাঁদের উদ্ধার করার জন্য। সেই যুবকের জার্সিতে লেখা ছিল ‘সানি’। এখন দেখার আইপিএলের পয়েন্ট টেবিলের যানজট থেকে হার্দিকরা মুক্তি পান কিনা?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.