সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষপর্যন্ত সত্যি হল আশঙ্কা। সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাট টাইটানসের ম্যাচ ধুয়ে গেল বৃষ্টিতে। বৃষ্টিস্নাত রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম কিন্তু হাসিমুখেই ছাড়ল হায়দরাবাদ। বৃহস্পতিবাসরীয় ম্যাচ পরিত্যক্ত হতেই তারা পৌঁছে গেল প্লে অফে। ২০২০ সালের পর তারা এই প্রথম প্লে অফের দরজা খুলতে পারল। এদিকে এর ফলে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ হয়ে দাঁড়াল নকআউট। যারা জিতবে তারাই পৌঁছে যাবে প্লে অফে।
প্রসঙ্গত, সানরাইজার্স এবারের আইপিএলে (IPL 2024) তৃতীয় দল হিসেবে প্লে অফে গেল। এর আগে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস পৌঁছে গিয়েছে প্লে অফে। হায়দরাবাদের (Sunrisers Hyderabad) এখনও একটি ম্যাচ বাকি (১৯ মে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে)। তার আগেই তাদের পয়েন্ট ১৫। এর ফলে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল প্লে অফের দৌড় থেকে ছিটকে দিল দিল্লি ক্যাপিটালসকে। পাশাপাশি চেন্নাই-বেঙ্গালুরু ম্যাচ হয়ে দাঁড়াল ‘ডু অর ডাই’ ম্যাচ। পাশাপাশি অঙ্কের বিচারে এখনও প্রতিযোগিতায় টিকে রইল লখনউ সুপার জায়ান্টস।
Since last hour it’s raining in Hyderabad ground. Doesn’t seem that match will happen.
If so SRH will qualify for play offs and RCB and CSK will have a Knockout match
— Sidra (@SidRa18350)
এদিন যে খেলা ভেস্তে যেতে পারে সেই আশঙ্কা একেবারে শুরু থেকেই ছিল। কেননা বৃষ্টি নাগাড়ে পড়ে যাচ্ছিল। কভার একবারও সরানো যায়নি। অবশেষে ভেস্তে গেল ম্যাচ। পরিত্যক্ত ঘোষণা করা হল এদিনের খেলা। এদিকে হায়দরাবাদের প্রথম দুইয়ে শেষ করার সম্ভাবনাও কিন্তু জিইয়ে রইল আজকের পরে। শেষ ম্যাচে তারা যদি পাঞ্জাবকে হারাতে পারে, অন্যদিকে যদি কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসকে হারায় তাহলেই তাদের সেই স্বপ্নপূরণ হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.