Advertisement
Advertisement
Abhishek Nayar

সংবাদ প্রতিদিন ডিজিটালের খবরে সিলমোহর, কেকেআরে ফিরলেন অভিষেক নায়ার

কোন ভূমিকায় ফিরলেন অভিষেক নায়ার?

Abhishek IPL 2025: Abhishek Nayar joins KKR
Published by: Subhajit Mandal
  • Posted:April 19, 2025 5:30 pm
  • Updated:April 19, 2025 5:36 pm  

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: আন্দাজ আগেই করা গিয়েছিল। সেটাই সত্যি হল। কলকাতা নাইট রাইডার্সে ফিরলেন অভিষেক নায়ার। অভিষেক যে কলকাতায় ফিরতে চলেছেন, সেটা যেদিন ভারতীয় দল থেকে তিনি বরখাস্ত হলেন সেদিনই জানিয়ে দিয়েছিল সংবাদ প্রতিদিন ডিজিটাল। সেই খবরেই এবার সিলমোহর পড়ল।

Advertisement

শনিবারের বারবেলায় কলকাতা নাইট রাইডার্সের সোশাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দেওয়া হল, অভিষেক নায়ার কেকেআরে ফিরছেন। এবং ফিরছেন সহকারী কোচ হিসাবেই। আসলে কেকেআর টিম ম‌্যানেজমেন্টের কাছে তাঁর মূল‌্য অপরিসীম। আগে নায়ার শুধুমাত্র মুম্বইয়ে কেকেআর অ‌্যাকাডেমির দেখভালই করতেন না। সহকারী কোচের দায়িত্বও সামলাতেন। গত মরশুমে গৌতম গম্ভীরের যে সেট আপ নাইটদের একপ্রকার অপ্রতিরোধ্য করে তুলেছিল, সেই সেট আপের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন অভিষেক। এই মরশুমে দলের যা পারফরম্যান্স তাতে ফের নায়ারের মতো বিশ্বস্ত মুখকে ডাগ আউটে ফেরানোর চেষ্টা যে নাইটরা করবে, সেটা জানাই ছিল।

সূত্রের দাবি, অভিষেক জাতীয় দলের সহকারী কোচের পদ থেকে অপসারিত হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয় কেকেআরের তরফে। একটাই প্রশ্ন ক্রিকেট মহলে ঘোরাফেরা করছিল, নায়ার যদি নাইট সেট আপে আসেন, তাহলে কোন ভূমিকায় আসবেন। ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে কেকেআরে তিনি সহকারী কোচের পদে ছিলেন। সেই জায়গায় কেকেআর নিয়ে এসেছে ওটিস গিবসনকে। সেক্ষেত্রে নায়ারকে কি অন্য কোনও দায়িত্ব দেওয়া হবে? সে প্রশ্নের উত্তর কেকেআর দিয়ে দিল সোশাল মিডিয়া পোস্টে। জানিয়ে দেওয়া হল, চন্দ্রকান্ত পণ্ডিতের সহকারী হিসাবেই নাইট সংসারে ফিরছেন অভিষেক। সম্ভবত সোমবারই ইডেনের ডাগআউটে বসতে দেখা যাবে তাঁকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement