ছবি এক্স
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাগিসো রাবাডা ছিটকে গিয়েছেন আগেই। মাত্র দু’টো ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকা ফিরেছেন তিনি। এবার তালিকায় যুক্ত হলেন গ্লেন ফিলিপ্স। চোটের কবলে পড়ে গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন এই কিউয়ি তারকা। রাজস্থান ম্যাচের আগে এমন খবর গুজরাট শিবিরের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা।
৬ এপ্রিল সানরাইজার্স ম্যাচে ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পান ফিলিপ্স। গুজরাট ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, নিউজিল্যান্ডে ফিরে গিয়েছেন এই তারকা অলরাউন্ডার। যদিও তাঁর জায়গায় কাকে নেওয়া হবে, এখনও জানা যায়নি।
দলে থাকাকালীন একবারও সুযোগ পাননি তিনি। সানরাইজার্স ম্যাচে পঞ্চম ওভারের পর বদলি হিসেবে নামেন তিনি। সেই ওভারের চতুর্থ বলে বাউন্ডারি আটকাতে গিয়ে কুঁচকির চোটের কবলে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে ডাগ-আউটে ফিরে যান। গুজরাট টাইটান্স এক বিবৃতিতে লেখে, ‘গ্লেনের দ্রুত আরোগ্য কামনা করছি।’
রাবাডার বিকল্প নাম এখনও ঘোষণা করেনি গুজরাট। তার উপর দোসর গ্লেনের চোট। এখন দেখার, এই দুইয়ের জায়গায় কাদের দলে নেওয়া হয়। এখন তাদের দলে পাঁচজন বিদেশি খেলোয়াড় – শেরফেন রাদারফোর্ড, রশিদ খান, জস বাটলার, জেরাল্ড কোয়েটজি এবং আফগান অলরাউন্ডার করিম জানাত। আপাতত পরপর চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে গুজরাট। বিশেষজ্ঞরা বলছেন, চার ম্যাচ টানা জিতলেও গ্লেন ফিলিপ্সের চোট ভোগাতে পারে শুভমান গিলদের। কারণ দীর্ঘ দিন ধরে চলা কোনও প্রতিযোগিতায় এই ধরনের ক্রিকেটার বড় ভূমিকা নিতে পারেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.