Advertisement
Advertisement
IPL 2025

পাঞ্জাব শিবিরে দুঃসংবাদ, চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল

ব্যাট হাতে একেবারেই চেনা ছন্দে ছিলেন না তিনি।

IPL 2025: Bad news in the Punjab camp, Glenn Maxwell ruled out of the IPL due to injury

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:April 30, 2025 9:45 pm
  • Updated:April 30, 2025 9:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আঙুলে চোট পেয়ে গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল। এমনিতেও ফর্মে ছিলেন না এই অজি তারকা। ফর্মে ফেরার চেষ্টা চালাচ্ছিলেন। আপাতত তাঁকে এভাবেই একটা হতাশাজনক মরশুম শেষ করতে হবে।

Advertisement

সিএসকে ম্যাচে টসের সময় পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার ম্যাক্সওয়েলের চোটের খবর নিশ্চিত করেন। তাঁর জায়গায় কাকে দলে নেওয়া হবে, তা এখনও ঠিক হয়নি। শ্রেয়স বলেন, “এটা আমাদের কাছে খুবই দুর্ভাগ্যজনক যে, ম্যাক্সওয়েলের আঙুলে চোট লেগেছে। এখনও পর্যন্ত ওর বদলির ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

চলতি আইপিএলে ব্যাট হাতে একেবারেই চেনা ছন্দে দেখা যায়নি তাঁকে। অস্ট্রেলিয়ান এই তারকা ৭ ম্যাচে মাত্র ৪৮ রান করেছেন। ব্যাটিং গড় ৮। স্ট্রাইক রেট ৯৭.৯৫। মিডল ওভারেও তাঁর ব্যাটিং কোনও কাজে লাগেনি পাঞ্জাবের। যদিও বল হাতে তুলনামূলক সফল হয়েছেন তিনি। ৭ ম্যাচে পেয়েছেন মাত্র ৪টি উইকেট পেলেও ওভার পিছু দিয়েছেন ৮.৪৬। গড় ২৭.৫৫।

বিশেষজ্ঞরা বলছেন, চিপকের মতো স্পিন-বান্ধব উইকেটে ম্যাক্সওয়েল থাকলে অনেকটাই সুবিধা পেত পাঞ্জাব। ম্যাক্সওয়েলের চোট কি পাঞ্জাব কিংসের কাছে কি শাপে বর হবে? উত্তরটা সময়ই বলবে। প্রসঙ্গত, এর আগে বাঁ-পায়ের চোট পেয়ে পঞ্জাব দল থেকে ছিটকে গিয়েছিলেন লকি ফার্গুসন। তাঁর জায়গায় পাঞ্জাব দলে এসেছেন আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement