Advertisement
Advertisement
IPL 2025

কথা রাখল বিসিসিআই, নির্বিঘ্নে দিল্লি ফিরলেন শ্রেয়স-রাহুলরা, ভারতীয় রেলকে ‘কুর্নিশ’ ক্রিকেটারদের

ভরসা দিল বন্দে ভারত।

IPL 2025: BCCI thanks Indian Railsways for DC and PBKS players evacuation from Dharamsala
Published by: Arpan Das
  • Posted:May 10, 2025 3:08 am
  • Updated:May 10, 2025 3:08 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক হামলার আশঙ্কায় আইপিএলের পাঞ্জাব-দিল্লি ম্যাচ বাতিল করে দিতে হয়। ধরমশালা থেকে শ্রেয়স-রাহুলদের কীভাবে ফেরানো হবে, সেই নিয়ে উদ্বেগ বাড়ছিল। তার মধ্যে দেশের একাধিক বিমান বন্দর বন্ধ করে দেওয়া হয়। এদিন নির্বিঘ্নেই দিল্লি ফিরলেন ক্রিকেটাররা। তবে প্লেনে নয়, ট্রেনে। আর যেভাবে তাঁদের ফেরানো হল, তাতে ভারতীয় রেলবিভাগের প্রশংসায় পঞ্চমুখ তারকা ক্রিকেটাররা।

Advertisement

শুক্রবার রাতে আইপিএলের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে ভারতীয় রেল বিভাগের প্রশংসা করে লেখা হয়, ‘এত দ্রুত স্পেশাল বন্দে ভারতের ব্যবস্থা করে প্লেয়ার, সাপোর্ট স্টাফ, ধারাভাষ্যকার-সহ বাকিদের নয়া দিল্লিতে ফেরানোর জন্য ধন্যবাদ।’ দিল্লির ক্রিকেটার কুলদীপ যাদব বলেন, “যেভাবে গোটা বিষয়টির ব্যবস্থা করা হয়, তা খুব ভালো ছিল। আমি বিসিসিআই ও ভারতীয় রেলকে ধন্যবাদ জানাই।”

এর আগে বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা বলেছিলেন, “প্লেয়ারদের নিরাপত্তাই আমাদের মূল প্রাধান্য। যেভাবে বিপদের আশঙ্কা বাড়ছে এবং বিমানবন্দর বন্ধ করে দেওয়া হচ্ছে, তাই ধরমশালা থেকে সবাইকে নিরাপদভাবে ফেরানোর জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করছি।” কথা রাখল বিসিসিআই।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে পাঞ্জাবের একাধিক এলাকা লক্ষ্য করে হামলা চালায় পাক সেনা। ব্ল্যাকআউট করে দেওয়া হয় সে রাজ্যের একাধিক জেলা। আর তার মধ্যেই আলো নিভে যায় ধরমশালা স্টেডিয়ামেরও। যা পাক সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরেই অবস্থিত। স্টেডিয়াম থেকে দর্শক এবং আইপিএল আধিকারিকদেরও চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে দেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করে দেওয়া হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ