Advertisement
Advertisement
IPL 2025

আইপিএল প্লে অফের চার দলেই একাধিক বদল, কারা শক্তিশালী হল? দুর্বলতা বাড়ল কাদের?

আজ থেকে শুরু হচ্ছে আইপিএলের প্লে অফ পর্ব।

IPL 2025: Before Playoff all for teams changes players

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:May 29, 2025 2:33 pm
  • Updated:May 29, 2025 2:33 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে আইপিএলের প্লে অফ পর্ব। চারটে টিমেই একাধিক বদল আসছে। কোন কোন প্লেয়ারকে পাবে না? কারাই তাঁদের পরিবর্ত হিসেবে এলেন? তাতে কোন দল শক্তিশালী হল, দুর্বলই বা হল কারা?

Advertisement

রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:
প্লে অফে কারা নেই?
দেবদত্ত পাড়িক্কল, জেকব বেথেল, লুঙ্গি এনগিডি
পরিবর্ত কারা?
মায়াঙ্ক আগরওয়াল, ব্লেসিং মুজারাবানি, টিম সেইফার্ট।
লাভ-লোকসান:
টিম ডেভিড খেলবেন কি না, জানা নেই। তিনি না পারলে লিয়াম লিভিংস্টোন, তাঁর কাজ করতে পারবেন কি না, সেটাও প্রশ্ন। তবে জশ হ্যাজেলউডকে সম্ভবত প্রথম কোয়ালিফায়ারে পেতে চলেছে আরসিবি।প্লে অফে খুব বেশি বদল আসছে না আরসিবির শক্তি-দুর্বলতায়।

পাঞ্জাব কিংস:
প্লে অফে কারা নেই?
মার্কো জ্যানসেন, গ্লেন ম্যাক্সওয়েল, লকি ফার্গুসন।
পরিবর্ত কারা?
কাইল জেমিসন, মাইকেল ওয়েন।
লাভ-লোকসান:
জ্যানসেনের জায়গায় জেমিসন কেমন করেন, দেখার। তবে যুজবেন্দ্র চাহাল সম্ভবত ফিরছেন প্রথম প্লে অফে।

গুজরাট টাইটান্স:
প্লে অফে কারা নেই?
জস বাটলার, কাগিসো রাবাডা, গ্রেন ফিলিপস।
পরিবর্ত কারা?
কুশল মেন্ডিস, দাসুন শানাকা।
লাভ-লোকসান:
এবারের আইপিএলে গুজরাট টাইটান্সের মোট রানের ৭৩ শতাংশ করেছেন টপ অর্ডারের প্রথম তিন ব্যাটার। শুভমান গিল, সাই সুদর্শন, এবং জস বাটলার মিলে। বাটলার না থাকায় এবার তাঁর বিরাট শূন্যস্থান পূরণ করতে হবে কুশল মেন্ডিসকে। বোলিংয়ে রশিদ খানের ফর্মও দুশ্চিন্তার।

মুম্বই ইন্ডিয়ান্স:
প্লে অফে কারা নেই?
রায়ান রিকেলটন, করবিন বশ, উইল জ্যাকস, ভিগনেশ পুথুর।
পরিবর্ত কারা?
জনি বেয়ারস্টো, চারিথ আসালাঙ্কা, জনি রিচার্ড গ্লিসন, রঘু শর্মা।
লাভ-লোকসান:
রিকেলটন-জ্যাকস চলে গেলেও অসুবিধে হওয়ার কথা নয়। রিকেলটনের জায়গায় বেয়ারস্টো ওপেন করবেন। মাঝের দিকে খেলানো হতে পারে আসালাঙ্কাকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ