Advertisement
Advertisement
IPL 2025

জাতীয় কর্তব্য পালনে আইপিএল ছাড়ছেন বেথেল, বদলি ঘোষণা আরসিবি’র

জানা গিয়েছে, ২৬ মে ভারতে চলে আসবেন তিনি।

IPL 2025: Bethell to leave IPL to fulfill national duty, RCB announces transfer

ছবি বিসিসিআই

Published by: Prasenjit Dutta
  • Posted:May 22, 2025 7:39 pm
  • Updated:May 22, 2025 7:41 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলে প্লে অফ নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও ইংরেজ ক্রিকেটার জেকব বেথেলকে প্লে অফে পাবে না আরসিবি। দেশের হয়ে খেলার জন্য ইংল্যান্ড ফিরে যাবেন তিনি। তাঁর বদলি হিসেবে কাকে নেওয়া হবে, ইতিমধ্যে ঘোষণা করে ফেলল বেঙ্গালুরু।

Advertisement

বেথেলের বদলি হিসেবে টিম সিফার্টকে চুক্তিবদ্ধ করেছে আরসিবি। ২৪ মে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আরসিবি’র হয়ে এবার শেষ ম্যাচ খেলতে চলেছেন বেথেল। এবার তিনি দু’টি ম্যাচে সুযোগ পেয়ে করেছেন ৬৭ রান। গড় ৩৩.৫০। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের সিরিজে ইংল্যান্ড দলে রয়েছেন তিনি। তাঁর জায়গায় ২ কোটি টাকায় নিউজিল্যান্ডের সিফার্ট আরসিবি শিবিরে যোগ দিতে চলেছেন।

৩০ বছর বয়সি সিফার্টের কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। মারকুটে এই উইকেটরক্ষক ব্যাটার আইপিএলে মাত্র তিনটি ম্যাচেই সুযোগ পেয়েছেন। করেছেন মাত্র ২৬। যদিও সব মিলিয়ে ২৬২ টি-টোয়েন্টিতে ৫৮৬২ রান রয়েছে তাঁর। স্ট্রাইক রেট ১৩৩.০৭। তাঁর নামের পাশে ৩টি সেঞ্চুরি ও ২৮টি হাফসেঞ্চুরি।

জানা গিয়েছে, ২৬ মে ভারতে চলে আসবেন তিনি। বর্তমানে তিনি পিএসএলে করাচি কিংসের হয়ে খেলছেন। সেখানকার পাঠ চুকিয়ে তাঁর ভারতে আসার কথা। এখন দেখার, তিনি ২৭ মে লখনউ সুপার জায়ান্টস ম্যাচে তাঁকে খেলানো হয় কিনা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ