ছবি: বিসিসিআই
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের প্রচারে বারবার বলা হচ্ছে, ‘জেন বোল্ড’ বনাম ‘জেন গোল্ড’। সহজ কথায় তরুণ প্রজন্ম বনাম নতুন প্রজন্ম। কিন্তু তিনি যেন ‘অবিনশ্বর’। আইপিএলের প্রথম মরশুম থেকে চলতি মরশুম, মহেন্দ্র সিং ধোনির পারফরম্যান্স যেন কোনও ভাবেই টাল খায়নি। একদিকে উইকেটের পিছনে তিনি রেকর্ড গড়ছেন। অন্যদিকে ব্যাট হাতে ২৩৬ স্ট্রাইক রেটে ম্যাচ জেতাচ্ছেন। আর ম্যাচের পর চেন্নাইয়ের বোলিং কোচ এরিক সিমন্স বলে গেলেন, কীভাবে ম্যাচ জেতাতে হয় তা ধোনির থেকে শেখা উচিত নতুনদের।
আইপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে ২০১টি আউট করে ফেললেন ধোনি। তার মধ্যে স্টাম্প করেছেন ৪৬টি, ক্যাচ ধরেছেন ১৫১টি। এছাড়া বিভিন্ন সময়ে ফিল্ডিংও করেছেন তিনি। সোমবার লখনউয়ের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন ধোনি। বিপাকে পড়া সিএসকে’কে ১১ বলে ২৬ রান করে ম্যাচ জেতান। মেরেছেন চারটি চার, একটি ছয়। স্ট্রাইক রেট ২৩৬.৩৬। যেন সেই পুরনো ‘ফিনিশার’ ফিরে এল একানা স্টেডিয়ামে।
ম্যাচের পর চেন্নাইয়ের বোলিং কোচ এরিক সিমন্স বলে গেলেন, “মাঠে ওর উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ। ও অধিনায়ক না থাকলেও সেই কাজটাই করে। এমন নয় যে, ও সবাইকে টেকনিক্যাল বিষয় শেখায়। কিন্তু ধোনি থাকা মানে সবাই মাথা ঠান্ডা করে খেলতে পারে। ধোনির থেকে সবাই সেটা শিখতে পারে। লখনউয়ের বিরুদ্ধে ঠিক সেটাই দেখা গেল।”
তাঁর সংযোজন, “রুতুরাজের না থাকাটা দুঃখজনক। কিন্তু ধোনি সব সময়ই দায়িত্ব নিতে প্রস্তুত। ফলে আমাদের দলে বিরাট কিছু পরিবর্তন আসেনি। ও সবাইকে পরামর্শ দেয়। নিজের ভাবনাচিন্তা জানায়। ক্রিকেট কীভাবে খেলতে হয়, সেটা খুব ভালো বোঝে ও।” অন্যদিকে প্রাক্তন অজি ক্রিকেটার মাইকেল ক্লার্ক বলছেন, “ধোনি আজও বিশ্বের সেরা উইকেটকিপার।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.