Advertisement
Advertisement
CSK

আইপিএলে ডুবিয়েছে ব্যাটিং! কামব্যাকের আশায় এবার ধোনির ‘কোচ’ রায়না?

জল্পনার জবাবে কী জানাল সিএসকে?

IPL 2025: CSK breaks silence on Suresh Raina to become batting coach
Published by: Arpan Das
  • Posted:May 26, 2025 5:57 pm
  • Updated:May 26, 2025 5:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের মতো আইপিএল অভিযান শেষ চেন্নাই সুপার কিংসের। লিগ টেবিলে তলানিতে রয়েছে তারা। গোটা মরশুম জুড়েই ভুগিয়েছে ব্যাটারদের ধারাবাহিকতার অভাব। তাহলে কি এবার ব্যাটিং কোচ বদলের কথা ভাবছে ধোনির দল? আর সেখানে আসতে পারেন ‘চিন্নাথালা’ সুরেশ রায়না। তিনি নিজেই জল্পনা উসকে দিয়েছেন।

রায়নার আইপিএল কেরিয়ারের বেশিরভাগ সময়টাই কেটেছে সিএসএকে’তে। অবসরও নিয়েছেন হলুদ জার্সি পরেই। এবার কি তিনি ব্যাটিং কোচ হতে চলেছেন? ধারাভাষ্য দেওয়ার সময় তিনি নিজেই বলেন যে, চেন্নাই ব্যাটিং কোচের খোঁজ করছে। পালটা তাঁকে আকাশ চোপড়া জিজ্ঞেস করেন, সেই নতুন কোচের নাম কি ‘এস’ দিয়ে শুরু?

জবাবে রায়না বলেন যে, সিএসকে ব্যাটিং কোচ হিসেবে একজনকে খুঁজছে, যার নামের পাশে ফ্র্যাঞ্চাইজির হয়ে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড আছে। আর সেই নজিরটি আছে রায়নার নামেই। ২০১৪ সালে পাঞ্জাবের বিরুদ্ধে ১৬ বলে হাফসেঞ্চুরি করেছিলেন তিনি।

বর্তমানে সিএসকে’র ব্যাটিং কোচ মাইক হাসি। তিনিও চেন্নাইয়ের কিংবদন্তি ক্রিকেটার। সেই জায়গায় কি রায়না আসতে চলেছেন? এই নিয়ে চেন্নাইয়ের বোলিং কোচ শ্রীধরন শ্রীরামকে প্রশ্নও করা হয়। তাঁর সাফ জবাব, “আমি জানি না। রায়নাকে এই বিষয়ে জিজ্ঞেস করতে হবে।” চলতি আইপিএলে চেন্নাইকে সবচেয়ে বেশি ভুগিয়েছে ব্যাটিংই। বিশেষ করে ওপেনিং জুটি বারবার ব্যর্থ হয়েছে। সেই কারণে চাপ পড়েছে মিডল অর্ডারে। তারকাখচিত ব্যাটিং সেই চাপ সামলাতে পারেনি। এবার কি ডাক পড়বে ‘মি. আইপিএল’ সুরেশ রায়নার?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement