Advertisement
Advertisement
MS Dhoni

অভিমানে চলে যেও না, গোধূলিবেলায় ধোনিকে খোলাচিঠি

এবারের আইপিএলে শেষ ম্যাচ খেলে ফেললেন মাহি।

IPL 2025: Don't go away with pride, an open letter to Dhoni in the twilight
Published by: Prasenjit Dutta
  • Posted:May 25, 2025 7:05 pm
  • Updated:May 25, 2025 7:06 pm  

প্রসেনজিৎ দত্ত: ‘পিছুটান’ শব্দটা বড্ড নির্মম। এই টানেই এতটা পথ পেরিয়ে আসা আপনার। জানি যে, প্রত্যেকেরই একটা মর্মঘাতী পিছুটান থাকে। আপনার ক্ষেত্রে এখনকার বাস্তবতাটা অনেকটা এমনই। এই বাস্তবতা আখেরে একদিন সূর্যাস্তের রং মাখে। কিন্তু তার আগে যে গোধূলিরাগ, সে তো সূর্যাস্তের আগের বিষাদ। আপনার গায়ে যেন গোধূলিরই সেই রং লেগে। সোজা কথায় আসা যাক। রবিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এবারের আইপিএলের শেষ ম্যাচ খেলে ফেললেন আপনি। ব্যাট করার সুযোগটুকুও মিলল না। কিন্তু এবারের আইপিএলের শেষটুকু আপনি হাসিমুখেই করলেন বলে আমরাও হাসছি। তবে এবার বারবার শুনেছি, শীঘ্রই ‘মাহি যুগে’র অবসান হতে চলেছে। বারবার প্রশ্ন উঠেছে, এবার কি তবে অবসর নিতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি? এটুকু বুঝি, এই প্রশ্নটা বারবার কুরে কুরে খেয়েছে আপনাকেও। কখনও চেন্নাইয়ের ব্যর্থতার দায় নিয়েছেন। কখনও বা আগ বাড়িয়ে টসের মঞ্চে বলেছেন, “জানি না আমি পরের ম্যাচে আদৌ টসে আসব কিনা।”

Advertisement

এত অভিমান তো সুতো কাটা ঘুড়ির মতো। হাওয়ার দাপটে সে ভেসে চলে বটে, কিন্তু কোথায় ভেসে চলে, তা নিজেও জানে না। পিছুটান রয়েছে বলেই তো ভালোবাসা আগলে রেখে ক্রিকেটের আকাশে এভাবে ভেসে বেড়িয়েছেন। কখনও কেঁদেওছেন। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে মার্টিন গুপ্তিলের থ্রোয়ে যখন রানআউট হয়ে ফিরছিলেন, তখন চোখের কোণে জল দেখা গিয়েছিল আপনার। এরপর তো অনেকেই আপনাকে দোষী ঠাওরেছেন। কিন্তু আপনি তো ‘শীতল’ – ক্যাপ্টেন কুল। তাই প্রতিক্রিয়াহীন আপনার মুখ দেখে কখনও বোঝা আপনার মনেও অভিমান জমতে পারে। হয়তো তাই-ই ঘুণাক্ষরে কাউকে কিছু বুঝতে না দিয়ে আচমকা ছেড়ে দিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট। তাই কি এবার ‘নিন্দুক’রা আপনার দিকে নজর দিয়েছেন। অনেকে তো ধরেই নিয়েছেন, হয়তো সাঙ্গ হতে চলেছে আপনার ক্রিকেট জীবন, খুব শিগগির।

আগামী আইপিএলে কি দেখা যাবে আপনাকে? প্রশ্নটা এবার আরও বেশি করে বিদ্ধ করেছে আপনাকে। একটা সহজ সমীকরণ আছে জানেন। তারকা খেলোয়াড়রা সহজে অবসর নিতে পারেন না। আসলে ক্রিকেট থেকে এত কিছু অর্জনের পরও খুব ‘বিদায়’ বলা কষ্টের। এই তো ক’দিন আগেই আপনাকে বলতে শোনা গিয়েছিল, “এই আইপিএল শেষ হলে আমাকে আরও পরিশ্রম করতে হবে। আরও ছয় থেকে আট মাস দেখব। আমার শরীর চাপ নিতে পারছে কি না সেটাই আসল দেখার। ফলে এখনই কোনও সিদ্ধান্ত নিচ্ছি না।”

আর-একটা কথা। অনেকেই ভুলে যান,অধিনায়ক হলেও আপনার হাতে কোনও জাদুকাঠি নেই। যার ছোঁয়ায় সবকিছু বদলে যাবে। তা সত্ত্বেও আপনার উপর প্রত্যাশার চাপ তৈরি হয়। তবে এটাও ঠিক, সিএসকে মানেই যেন আপনি। একবার আপনাকে দেখার জন্য অপেক্ষা করে থাকেন ভক্তরা। কিন্তু তাঁদের সেই আবেগ নিয়ে কোনও প্রশ্ন থাকতে পারে না। কারণ ‘থালা ফর আ রিজন’। বছরের পর বছর ধরে আপনাকে যথাযথভাবে ‘থালা’ বা নেতা বলা হয়েছে। সেটা এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছে, যেখানে মানুষ আপনার প্রেমে পাগল। এই কারণেই আমরা আপনাকে ভালোবাসি। সকলেই আপনাকে ভালোবাসেন। এভাবেই আপনি ‘ভক্তের ভগবান’। যদিও এ দেশে এটা প্রচলিত ট্রেন্ড। শুধু দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে থাকলে সমুদ্র পার হওয়া যায়? আপনিও সেই সমুদ্রের মতো… ‘বিদায়’ বলার সিদ্ধান্ত যদি নিতেই হয়, তাহলে কারওর মতের বশবর্তী হয়ে নয়, স্বাধীনভাবে নিন। তাতে আপনার ‘ঈশ্বরত্ব’ নষ্ট হবে না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement