ছবি বিসিসিআই
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্লে অফের লড়াইয়ে টিকে থাকার জন্য কেকেআরের কাছে এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রায় ৫৫ হাজার দর্শকের চিৎকারে খেলা শুরু হলেও তা খুব দ্রুত শান্ত হয়ে যায়। পাঞ্জাব কিংসের দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং দারুণ শুরু করেন। তাঁদের পার্টনারশিপের ১২০ রান পাঞ্জাবকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয়। ২০ ওভারে প্রীতি জিন্টার দল তোলে ২০১।
জবাবে কেকেআরের ইনিংস এক ওভার কাটতে না কাটতেই মুষল ধারে বৃষ্টি নামে। সঙ্গে ঝড়। নাইটদের রান তখন ১ ওভারে ৭। গোটা মাঠ ঢেকে রাখা হয় কভারে। এতটাই হাওয়া দিচ্ছিল যে, মাঠকর্মীদের কভারের উপর বসে থাকতে দেখা যায়। বহুক্ষণ বন্ধ থাকে খেলা।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হল ‘ভারতীয় ক্রিকেটের মক্কা’ ইডেনে। টসের বেশ কিছুক্ষণ আগেই যা ঘোষণা করা হয়। সেই মতো দুই দলই নীরবতা পালনে শামিল হয়।
এই সময় উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সচিব নরেশ ওঝা, কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী, সহ-সভাপতি অমলেন্দু বিশ্বাস এবং যুগ্ম-সচিব দেবব্রত দাস। সিএবির আরও বেশ কয়েকজন কর্মকর্তা এবং সদস্যও। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্র্যাড হ্যাডিন। তিনি অনুষ্ঠানের সময় সিএবি কর্মকর্তাদের পাশে দাঁড়ান। এখানেই শেষ নয়। প্রতি ম্যাচ শুরুর আগে ইডেনে বাজানো হয় বেল। সেই ঘণ্টাও আজ নিহতদের স্মরণে নীরব থাকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.