Advertisement
Advertisement
IPL 2025

পিএসএল’কে ‘না’ আমিরশাহীর, আইপিএলের জন্য দরজা খুলতে প্রস্তুত ইংল্যান্ড

আইপিএলের পর ইংল্যান্ডে টেস্ট সিরিজও রয়েছে ভারতের।

IPL 2025: England ready to hosting remainder of IPL
Published by: Arpan Das
  • Posted:May 10, 2025 10:13 am
  • Updated:May 10, 2025 11:18 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত রেখেছে বিসিসিআই। কিন্তু তারপরও কি আইপিএল চালু করা যাবে? যদি সেটা না হয়, তাহলে হয়তো ভারতের বাইরে বিকল্প ভেন্যু বেছে নিতে হবে। আর সেই প্রস্তাব এলে সাদরে গ্রহণ করবে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড। যেখানে পিএসএলের দরজা আরব আমিরশাহী বন্ধ করে দিয়েছে, সেখানে ভারতের জন্য অপেক্ষা করছে ইংল্যান্ড বোর্ড।

Advertisement

এই বিষয়ে ইসিবি’র চিফ রিচার্ড গৌল্ড জানান, “যদি সম্ভব হয়, তাহলে আমরা বিসিসিআই’কে সাহায্য করব।” এমনকী ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনও এ হ্যান্ডেলে লিখেছেন, ‘ইংল্যান্ডে কি আইপিএলের বাকি ম্যাচ শেষ করা যায়? আমাদের কাছে পর্যাপ্ত ভেন্যু রয়েছে। সামনে টেস্ট সিরিজ রয়েছে, তার জন্য থাকতেও পারবে। ওই ভাবছি আর কী!’ এখনও আইপিএলে বাকি ১২টি লিগ পর্যায়ের ম্যাচ, চারটি প্লে অফ ম্যাচ-সহ ফাইনাল। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করা হয়নি বাকি ম্যাচগুলি কবে হবে। খতিয়ে দেখা হচ্ছে সম্ভাব্য সময়সূচিও।

ঘটনা হচ্ছে, বোর্ডকেও ভাবতে হবে পরে কীভাবে আইপিএল করা সম্ভব। সেপ্টেম্বরে উনিশ দিন ধরে চলার কথা এশিয়া কাপের। যেখানে দু’টো ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল। যা থেকে বিশাল অঙ্কের মুনাফা পেতে পারতেন সম্প্রচারকারী সংস্থারা। এ মুহূর্তে এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। সীমান্ত উত্তেজনার কারণে যদি এশিয়া কাপে ভারত না খেলতে চায়, টুর্নামেন্ট যদি বাতিল করে দিতে হয়, তা হলে ক্ষতির দায়ভার পুরোটাই এসে পড়বে পাক বোর্ডের চেয়ারম্যানের উপর। তাঁকেই তখন জবাবদিহি দিতে হবে সম্প্রচারকারী সংস্থাদের কাছে।

আগামী জুন মাসে আইপিএলের শেষাংশ আয়োজন করা সম্ভব নয়। কারণ, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলতে ভারত চলে যাবে বিলেতে। অগাস্টে বাকি আইপিএল আয়োজন করার একটা সম্ভাবনা ছিল বাংলাদেশ সফর বাতিল করে। কিন্তু সেই সময় আবার ‘দ্য হান্ড্রেড’ চলবে। যা কি না ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট। যা চলবে আগামী ৫ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ