ছবি এক্স
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির পর ‘বিরাট আবেগ’ নিয়েই ফেরার অপেক্ষায় ছিল আইপিএল। যদিও শনিবার দ্বিতীয় দফার আইপিএল ফিরলেও বৃষ্টির কারণে খেলা হল না এক ওভারও। বৃষ্টিতে আরসিবি বনাম কেকেআর ম্যাচ পরিত্যক্ত হয়ে গেলেও বিরাট ‘বিরাট আবেগ’ ছিলই। গ্যালারিতে সেটাই দেখা গেল।
সদ্য লাল বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণার করেছেন বিরাট কোহলি। আর টেস্ট অবসরের পর প্রথমবার কোহলিকে মাঠে দেখার জন্য প্রস্তুতি সেরেই রেখেছিলেন সমর্থকরা। এদিন ‘Virat 18’ লেখা সাদা জার্সি পরে মাঠে হাজির হয়েছিলেন অসংখ্য দর্শক। সঙ্গে গ্যালারিতে দেখা গেল বেশ কিছু পোস্টার, ব্যানারও।
দেখা যায় বিশাল এক টিফোও। তাতে লেখা, ‘প্রত্যেকেই কোহলিকে ভালোবাসে। লাল বলের ক্রিকেটে এভাবে উত্তেজনায় ভরিয়ে রাখার জন্য ধন্যবাদ।’ খুব দ্রুত এই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আরসিবি’র আগামী ম্যাচ ২৩ মে। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এক বেঙ্গালুরু সমর্থক লেখেন, ‘সবাইকে অনুরোধ, সানরাইজার্স ম্যাচেও কিং কোহলির জন্য সাদা পোশাক পরে আসুন।’ তাঁর এই মন্তব্যে অনেকেই সায় দেন। অর্থাৎ, আগামী শুক্রবারও কোহলিকে সম্মান জানাতে তৈরি ভক্তরা।
ম্যাচ ভেস্তে যাওয়ায় দুই দলকেই এক পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আরসিবি পৌঁছে গেল শীর্ষস্থানে। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় কার্যত প্লে অফে বিরাটরা। অন্যদিকে, ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় ষষ্ঠস্থানেই রয়ে গেল কেকেআর। নাইটদের আর প্লে অফ যাওয়ার কোনও সম্ভাবনা নেই। যদিও এসবের মধ্যেও বিরাটকে ‘যথাযোগ্য সম্মান’ দেওয়ার প্রচেষ্টায় কোনও কমতি যে ভক্তরা রাখতে চাইছেন না, তা স্পষ্ট। ২৩ তারিখের ম্যাচের জন্য ‘বিরাট পরিকল্পনা’ তৈরি রাখছেন তাঁরা।
ICONIC TRIBUTE from fans to Virat Kohli 👑🤍
— Virat Kohli Fan Club (@Trend_VKohli)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.