Advertisement
Advertisement

Breaking News

Ravichandran Ashwin

‘ঠিক কোনওভাবে জিতে যায়’, পাঁচবারের ট্রফিজয়ী মুম্বইকে নিয়ে বিস্ফোরক অশ্বিন

ঠিক কী বলেছেন দক্ষিণী এই ক্রিকেটার?

IPL 2025: 'Exactly how they win', Ashwin explodes on five-time trophy winners Mumbai

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:June 1, 2025 5:07 pm
  • Updated:June 1, 2025 5:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ষষ্ঠ আইপিএল জেতার হাতছানি মুম্বই ইন্ডিয়ান্সের সামনে। দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ হার্দিক পাণ্ডিয়া ব্রিগেড মুখোমুখি হবে পাঞ্জাব সুপার কিংসের। এই ধরনের ম্যাচে মুম্বইয়ের রেকর্ড খুবই ভালো। তবে, খেলার আগে রবিচন্দ্রন অশ্বিন মুম্বই ইন্ডিয়ান্সের ‘লাক ফ্যাক্টর’ নিয়ে কথা বলেছেন।

Advertisement

তাঁর ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, “মুম্বই ইন্ডিয়ান্সের ক্ষেত্রে আমি প্রতিবারই একটা সাধারণ জিনিস লক্ষ্য করেছি। ২০১৮ সালে ওদের সঙ্গে খেলা ছিল। আমি পাঞ্জাবকে নেতৃত্ব দিচ্ছিলাম। ১৩ ওভারে ওদের রান ছিল ৫ উইকেটে ৮০। ম্যাচের রাশ আমাদের হাতেই ছিল। কিন্তু হঠাৎই কারেন্ট চলে যায়। ২০ মিনিটের একটা বিরতির পর ফের খেলা শুরু হয়। এরপর কায়রন পোলার্ড রুদ্রমূর্তি ধারণ করে। মুম্বই ১৮০-২০০’র মতো রান করে।”

এখানেই শেষ নয়। দক্ষিণী এই ক্রিকেটারের সংযোজন, “মুম্বই সব সময়েই ভাগ্যের মালিক। ওরা সত্যিই খুব ভাগ্যবান। এমন ভাগ্য কিন্তু সকলের হয় না। ওরা যেন কোনও না কোনওভাবে ঠিক ভাগ্যের সঙ্গ পেয়ে যায়। কী করে এত লাক কাজ করে কে জানে! ঠিক কোনওভাবে জিতে যায় ওরা।”

উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্স এখনও পর্যন্ত পাঁচবার আইপিএল শিরোপা পেয়েছে। ষষ্ঠ শিরোপা নিজেদের ঝুলিতে ভরার ক্ষেত্রে আর মাত্র দু’টি ম্যাচ দূরে রয়েছে তারা। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বই এখনও ট্রফি জেতেনি। যদিও তার আগে অশ্বিন তাদের ‘লাক ফ্যাক্টর’ নিয়ে সরব হলেন। নেটিজেনদের প্রশ্ন, কেবলই কি ভাগ্যের সহায়তায় এতগুলো ট্রফি জিতেছে মুম্বই? কেউ আবার বলছেন, ‘চ্যাম্পিয়ন লাক’ বলেও তো কিছু একটা আছে। যা মুম্বইয়ের উপর বর্ষিত। এখন দেখার, পাঞ্জাব কিংস ম্যাচে মুম্বইয়ের সেই ‘চ্যাম্পিয়ন লাক’ কতটা কাজ করে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement