ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবারের চ্যাম্পিয়ন দল কেকেআর। ২০২৪-র ২৬ মে হায়দরাবাদকে হারিয়ে তৃতীয়বারের জন্য আইপিএল জেতে নাইটরা। ভক্তদের জন্য স্বপ্নের রাত উপহার দিয়েছিলেন শ্রেয়স আইয়াররা। তার বর্ষপূর্তির দিনে কেকেআরের তরফ থেকেও একাধিক পোস্ট করা হয়। কিন্তু সেখানে অনুপস্থিত গতবারের অধিনায়ক শ্রেয়স। তাতেই বেজায় চটেছেন ক্রিকেট ভক্তরা।
নিলামের আগেই কেকেআর ছাড়েন শ্রেয়স। যা নিয়ে একপ্রস্থ বিতর্ক হয়েছে। বর্তমানে তিনি পাঞ্জাব কিংসের অধিনায়ক। যারা শুধু প্লে অফে উঠে যায়নি, বরং লিগ টেবিলের শীর্ষস্থানে আছে। অন্যদিকে নাইটরা এবারের আইপিএল শেষ করেছে অষ্টম স্থানে।
সোমবার কেকেআরের তরফ থেকে সোশাল মিডিয়ায় একাধিক পোস্ট করা হয়। তার মধ্যে প্রথম ছবিটিতে দেখা যায়, আইপিএল ট্রফি ঘিরে রয়েছেন নাইট তারকারা। সেখানে রাসেল, নারিন, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তীরা রয়েছেন। যাঁরা প্রত্যেকেই নাইটদের চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। কিন্তু সেখানে অনুপস্থিত শ্রেয়স। যা নিয়ে ক্ষিপ্ত সমর্থকরা। যাঁর নেতৃত্বে গতবার শিরোপা জিতল, তাঁকে কেন বাদ দেওয়া হল?
অনেকে অবশ্য যুক্তি দিচ্ছেন, যাঁরা গতবারও দলে ছিল এবং এবারও আছে, তাঁদেরকেই ছবিতে রাখা হয়েছে। তবে কেকেআরের তরফ থেকে আরও একটি ছবি পোস্ট করা হয়। যার নাম- ‘চ্যাম্পিয়ন্স ওয়াল ২০২৪ এডিশন’। সেখানে ট্রফি হাতে এবারের সব ক্রিকেটারের ছবি রয়েছে। শুধু নেই শ্রেয়স। এমনকী ট্রফি হাতে প্রাক্তন মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে শ্রীকর ভারতও আছেন। ভারতীয় ক্রিকেটার এবার নাইট দলে নেই। তাহলে তাঁকে কেন রাখা হয়েছে? প্রশ্ন তুলছেন সমর্থকরা।
, we painted the league purple 💜
A night of belief, brilliance, and becoming champions 🏆
— KolkataKnightRiders (@KKRiders)
A day that will live in our hearts, forever 🥹
Celebrating 1 year of our third IPL crown 👑 💜
— KolkataKnightRiders (@KKRiders)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.