সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে গড়াপেটার অভিযোগে এবার সুর চড়ালেন প্রাক্তন পাক পেসার। মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের একটি ঘটনা নিয়েই তাঁর মনে সন্দেহ দানা বেঁধেছে। আসলে ম্যাচটিতে আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে অদ্ভুতভাবেই ডাগআউটে ফিরেছেন ঈশান কিষান। আর এখানেই ম্যাচ গড়াপেটার গন্ধ পেয়েছেন প্রাক্তন পাকিস্তানি পেসার জুনেইদ খান।
দেখা গিয়েছে, তাঁর ব্যাটে বলই লাগেনি। আম্পায়ার বিনোদ শেশান আউট না দিয়ে ওয়াইড দিতে যাচ্ছিলেন। কিন্তু সেসব না দেখে নিজেই নিজেকে ‘আউট’ দিয়ে ডাগআউটে ফিরে যান ঈশান। বাঁ-হাতি ব্যাটারের এহেন সিদ্ধান্তে হতবাক হয়ে যান মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা। এমনকী আম্পায়ারও চমকে যান। কেউ কোনও আপিল করেননি। পরে রিপ্লেতেও দেখা যায় ব্যাটেই লাগেনি বল। গোটা ব্যাপারটার উপর আলোকপাত করে এক্স হ্যান্ডেলে ঈশানের আউটের ভিডিও পোস্ট করেন জুনেইদ।
তিনি লেখেন, ‘ডাল মে কুছ কালা হ্যায়…’। অর্থাৎ গোটা ব্যাপারটিই জুনাইদের কাছে বেশ সন্দেহজনক মনে হয়েছে। এভাবেই তিনি ঈশানকেই নিশানা করে বসেন। যদিও জুনাইদের আগেই ঈশানের এই ‘আজগুবি’ সিদ্ধান্তে গুঞ্জন উঠেছিল নেটপাড়ায়। এক নেটিজেন লেখেন, ‘মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন নাকি ঈশান?’ আরেকজন এর মধ্যে ‘গড়াপেটা’র গন্ধ পেয়ে লিখেছেন, ‘অবিলম্বে ঈশান কিষানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বিসিসিআইয়ের।’
আর জুনেইদের পোস্টের পর যেন আগুনে ঘি পড়েছে। এক নেটিজেনের কথায়, ‘লাইভ ফিক্সিং! আইপিএল হল ফিক্সড লিগ।’ আরেকজনের কথায়, ‘ভাই, ডাল পুড়ে কালো হয়ে গেছে।’ একজন অবশ্য তাঁকে নিজের লিগের উপর ফোকাস করার বলেছেন। একজন লেখেন, ‘কেবলমাত্র আম্পায়ার আর ঈশানেরই স্ক্রিপ্ট মনে ছিল।’
উল্লেখ্য, চলতি আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এই প্রথম নয়। গত সপ্তাহে অ্যাড-হক কমিটির কনভেনার জয়দীপ বিহানি লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে হারের পর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও একই অভিযোগ করেন। যদিও পালটা মুখ খুলেছিল রাজস্থান রয়্যালসও। ফ্র্যাঞ্চাইজির তরফে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরকে চিঠিও পর্যন্ত দেওয়া হয়েছিল। রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে সাফ জানানো হয়েছিল, গড়াপেটার যাবতীয় অভিযোগ মিথ্যে। এমন ভিত্তিহীন অভিযোগের জেরে ফ্র্যাঞ্চাইজির ভাবমূর্তি নষ্ট হয়েছে।
Daal my kuch kala hai…
— Junaid khan (@JunaidkhanREAL)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.