সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে সেরার সেরা খেতাব তুলে নিলেন বিরাট কোহলিরা। তবে গোটা আইপিএলে সেরার সেরা কারা? দেখে নেওয়া যাক এক নজরে।
অরেঞ্জ ক্যাপ: সাই সুদর্শন, ১০ লক্ষ টাকা (গুজরাট টাইটান্স)- ৭৫৯ রান
পার্পল ক্যাপ: প্রসিদ্ধ কৃষ্ণ, ১০ লক্ষ টাকা (গুজরাট টাইটান্স)- ২৫ উইকেট
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: সূর্যকুমার যাদব, ১৫ লক্ষ টাকা (মুম্বই ইন্ডিয়ান্স)
ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য সিজন: সাই সুদর্শন, ১০ লক্ষ টাকা (গুজরাট টাইটান্স)
ফেয়ার প্লে: চেন্নাই সুপার কিংস
সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন: বৈভব সূর্যবংশী (রাজস্থান রয়্যালস- ২০৭ স্ট্রাইক রেট)
ফ্যান্টাসি কিং প্লেয়ার: সাই সুদর্শন, ১০ লক্ষ টাকা (গুজরাট টাইটান্স)
সর্বাধিক ছয়: নিকোলাস পুরান- ৪০টি ছয়, ১০ লক্ষ টাকা (লখনউ সুপার জায়ান্টস)
সর্বাধিক চার: সাই সুদর্শন- ৮৮টি চার, ১০ লক্ষ টাকা (গুজরাট টাইটান্স)
ইমার্জিং প্লেয়ার: সাই সুদর্শন, ১০ লক্ষ টাকা (গুজরাট টাইটান্স)
সেরা ক্যাচ: কামিন্দু মেন্ডিস, ১০ লক্ষ টাকা (সানরাইজার্স স্টেডিয়াম)
সেরা স্টেডিয়াম: অরুণ জেটলি স্টেডিয়াম, ৫০ লক্ষ টাকা (দিল্লি)
ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ: ক্রুণাল পাণ্ডিয়া (আরসিবি)
এক নজরে আইপিএলে কে কত টাকা পেল?
চ্যাম্পিয়ন: ২০ কোটি
রানার্স আপ: ১২.৫ কোটি
তৃতীয় স্থান: ৭ কোটি
চতুর্থ স্থান: ৬.৫ কোটি
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। আরসিবি ৯ উইকেট হারিয়ে করে ১৯০ রান। বিরাট কোহলি করেন ৪৩ রান। জবাবে ১৮৭ রান করে পাঞ্জাব কিংস। অধিনায়ক শ্রেয়স করেন মাত্র ১ রান। আরসিবি’র হয়ে দুটি উইকেট ক্রুণাল পাণ্ডিয়া ও ভুবনেশ্বর কুমারের। ৬ রানে ম্যাচ জিতে ১৮তম আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.