Advertisement
Advertisement
Kagiso Rabada

‘নিষিদ্ধ ওষুধ’ নিয়ে একমাসের নিষেধাজ্ঞা, দু’দিনের মধ্যে আইপিএলের ছাড়পত্র রাবাডাকে! কীভাবে?

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবেন গুজরাট টাইটান্সের পেসার?

IPL 2025: IPL 2025: GT pacer Kagiso Rabada's ban over and can resume playing immediately

ফাইল ছবি

Published by: Arpan Das
  • Posted:May 5, 2025 8:09 pm
  • Updated:May 5, 2025 8:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এপ্রিলের শুরুতে আইপিএল ছেড়ে হঠাৎই দেশে ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাডা। প্রথমে ব্যক্তিগত কারণে দেশে ফিরেছেন বলে জানা গেলেও পরে জানা যায়, ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে তাঁর। যে কারণে প্রোটিয়া পেসারকে সাময়িকভাবে নিষিদ্ধও করা হয়। আর সেই নিষেধাজ্ঞা উঠেও গেল। এমনকী গুজরাট টাইটান্স চাইলে মুম্বইয়ের বিরুদ্ধে তাঁকে খেলাতেও পারে।

জানা গিয়েছিল, রাবাডা বিনোদনমূলক ড্রাগ সেবন করেছিলেন। যে কোনও ক্রীড়াবিদেরই এই ওষুধ গ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে। আইপিএলে মাত্র দু’টি ম্যাচ খেলে তিনি দেশে ফিরে গিয়েছিলেন। সেই সময় গুজরাট টাইটান্স বিবৃতি দিয়ে জানায়, ব্যক্তিগত কারণেই দেশে ফিরতে হয়েছিল তাঁকে। কিন্তু কারণটা যে নিছকই ব্যক্তিগত নয়, তা পরে জানা যায়। ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ আসায় সাময়িকভাবে নিষিদ্ধ হন রাবাডা। এই মর্মে নিজেই ‘ভুল’ স্বীকার করেছিলেন তিনি।

কিন্তু কীভাবে এত দ্রুত নিষেধাজ্ঞা কেটে গেল? আসলে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে এমআই কেপ টাউনের হয়ে খেলার সময় ডোপ টেস্টে ধরা পড়েন তিনি। সেটা জুলাইয়ের ঘটনা। এর মধ্যে একমাস কেটেও গিয়েছে। ফলে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে প্রায় একমাস কাটিয়ে দিলেন প্রোটিয়া পেসার। ইতিমধ্যেই তাঁকে ছাড়পত্র দিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রীড়া ডোপমুক্তির সংস্থা।

তারা জানিয়েছে, ‘রাবাডা দু’বার ডোপমুক্তি পরীক্ষায় পাস করেছে। তাঁর সাময়িক নিষেধাজ্ঞা তুলে দেওয়া হল। এবার তিনি যে কোনও ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন।’ রাবাডা নিজেই ড্রাগ নেওয়ার কথা স্বীকার করে বলেছিলেন, ‘এর জন্য প্রচণ্ড হতাশ। আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে ক্রিকেটকে এমন হালকাভাবে নেব না। ক্রিকেটকে ভালোবাসি। তাই ফিরে আসার জন্য মুখিয়ে রয়েছি।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement