Advertisement
Advertisement
Kevin Pietersen

আইপিএল সংসারে ফিরছেন কেভিন পিটারসেন, কোন দলে কোন দায়িত্ব পেলেন?

২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত আইপিএলে খেলেছেন পিটারসেন।

IPL 2025: Kevin Pietersen joins Delhi Capitals as team mentor
Published by: Subhajit Mandal
  • Posted:February 27, 2025 6:58 pm
  • Updated:February 27, 2025 6:58 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ৮ বছর বাদে আইপিএল সংসারে ফিরছেন কেভিন পিটারসেন। এবার দিল্লি ক্যাপিটালসের ডাগআউটে দেখা যাবে তাঁকে। ইংল্যান্ডের একসময়ের প্রথম সারির তারকাকে মেন্টর হিসাবে সই করাল দিল্লি।

Advertisement

নতুন মরশুমের আগে দিল্লি ক্যাপিটালস নিজেদের খোলনলচে বদলে ফেলেছে। নিলামের আগেই দিল্লি ক্যাপিটালস থেকে বিদায় ঘটেছিল হেড কোচ রিকি পন্টিংয়ের। ৭ বছর তিনি দিল্লিতে ছিলেন। কিন্তু দল একবারও আইপিএল জয়ের স্বাদ পায়নি। ১৭তম আইপিএল শেষেও খালি হাতে ফিরতে হয়েছে দিল্লিকে। এবার সেই অধরা জয়ের খোঁজে হেড কোচ হিসাবে আনা হয়েছে হেমাঙ্গ বাদানিকে। আইপিএলের ডিরেক্টর অফ ক্রিকেট হয়েছেন আরেক প্রাক্তন ক্রিকেটার বেণুগোপাল রাও। সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন ম্যাথু মট। বোলিং কোচ করা হয়েছে মুনাফ প্যাটেলকে।

এবার সেই কোচিং স্টাফের সঙ্গে জুড়ে দেওয়া হল কেভিন পিটারসেনকে। ইংল্যান্ডের প্রাক্তন তারকা একটা সময় বিশ্বক্রিকেটকে শাসন করেছেন। দীর্ঘদিন আইসিসি ক্রমতালিকায় এক নম্বর ব্যাটার ছিলেন। ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত আইপিএলে খেলেছেন তিনি। এর মধ্যে দিল্লির হয়ে খেলেছেন একাধিক মরশুম। ২০১৪ আইপিএলে দিল্লির নেতৃত্বও দিয়েছেন তিনি। কিন্তু সে মরশুমে একেবারেই ফলাফল ভালো হয়নি দিল্লির। ১৪ ম্যাচে মাত্র দুটি ম্যাচ জিতেছিল দিল্লি।

বস্তুত সার্বিকভাবেই আইপিএলে ব্যর্থ দিল্লির দলটি। সেই পরিস্থিতি বদলাতে এ বছর দলও বদলেছে দিল্লি। ছেড়ে দেওয়া হয়েছে ঋষভ পন্থের মতো মহাতারকাকে। আগের মরশুমের দলের অনেকেই এ মরশুমে নেই। নতুন দল এবং নতুন কোচিং স্টাফ নিয়ে ভাগ্যবদলের চেষ্টায় দিল্লি ক্যাপিটালস।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ