Advertisement
Advertisement
KKR

আজ প্র্যাকটিসে নামছে নাইটরা, গুজরাট ম্যাচেও টার্নার পাচ্ছে না কেকেআর

সব মিলিয়ে সত্যিই চাপে রাহানের দল।

IPL 2025: KKR will not get Turner in the Gujarat match either

ছবি এক্স

Published by: Prasenjit Dutta
  • Posted:April 19, 2025 11:09 am
  • Updated:April 19, 2025 11:09 am  

স্টাফ রিপোর্টার: সোমবার গুজরাট টাইটান্স ম‌্যাচে কেমন হচ্ছে ইডেন পিচ?
সর্বাগ্রে পিচের কথাটা বলার কারণ সহজেই অনুমেয়। আইপিএলের শুরু থেকে কম জলঘোলা হয়নি ইডেন বাইশ গজ নিয়ে। বারবার কেকেআর বনাম ইডেন কিউরেটর সুজন মুখোপাধ‌্যায়ের মধ‌্যে পিচের টার্ন নিয়ে কম ঝঞ্ঝাট হয়নি। কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে, কোচ চন্দ্রকান্ত পণ্ডিতরা ইডেন পিচে টার্নের ‘অভাব’ নিয়ে প্রকাশ‌্যেই বিরক্তি দেখিয়েছেন। যার পালটা আবার দিয়েছেন সুজন। 

লখনউয়ের বিরুদ্ধে গত ৮ এপ্রিল শেষ ম‌্যাচ ছিল কেকেআরের। যে ম‌্যাচ ৪ রানে হারায় রাহানে তো সাংবাদিক সম্মেলনে বিস্ফোরণ ঘটানই, খেলা শেষে এক উচ্চপদস্থ কেকেআর কর্তা ‘উপহাস’ করে যান এক সিএবি পদাধিকারীকে। বলে যান যে, অভিনন্দন সিএবিকে! তারাই ম‌্যাচটা জিতল! ইডেন কিউরেটর যে খেলার ম‌্যান অফ দ‌্য ম‌্যাচ! কারও কারও মনে হয়েছিল, কেকেআরের পরবর্তী হোম ম‌্যাচ থেকে কিছুটা হলেও বদলাবে ইডেন পিচের চরিত্র। কিন্তু খোঁজ নিয়ে জানা গেল, আহামরি টার্ন গুজরাট ম‌্যাচেও থাকবে না ইডেন পিচে। সিএবি’র কেউ কেউ বললেন যে, বিগত তিন দিন ধরে শহরে রয়েছে কেকেআর। মাঠমুখো হয়নি তারা। পিচ নিয়ে কোনও বার্তাও আসেনি তাদের তরফে। তা হলে সিএবি আগ বাড়িয়ে কিছু করতে যাবে কেন? কম ‘রোল’ হবে কিছুটা। কিছুটা স্লো টার্নার জাতীয় ভাব থাকবে। ব‌্যস, এই পর্যন্ত।

একদিক থেকে দেখতে গেলে, গুজরাটের বিরুদ্ধে পুরোদস্তুর ঘূর্ণিতে খেললে হিতে-বিপরীত হতে পারে কেকেআরের। গুজরাটের হাতেও রশিদ খান রয়েছেন। যিনি এ পর্যন্ত আইপিএলে ভালো ফর্মে নেই বটে, তবু তাঁর নাম রশিদ খান। রশিদ ছাড়াও স্পিন বিভাগে সাই কিশোর, ওয়াশিংটন সুন্দররা রয়েছেন। মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণদের নিয়ে গঠিত পেস আক্রমণও বেশ ভালো। শুভমান গিল নেতৃত্বাধীন গুজরাট ব‌্যাটিংয়ের কথা তো ছেড়েই দেওয়া গেল। জস বাটলার, সাই সুদর্শন, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া–কে নেই? সব মিলিয়ে, কেকেআর সত‌্যি চাপে।

শোনা গেল, টিমের পরিস্থিতিও বেশ গুমোট হয়ে রয়েছে। পাঞ্জাবের কাছে হাসতে হাসতে জেতা ম‌্যাচ ৯৫ অল আউট হয়ে হার, এখনও সবার হজম হয়নি। পাঞ্জাবের কাছে কুৎসিত হারের পর দিন দু’য়েক হোটেলেই ছিল কেকেআর। এ দিন একটা প্রাইভেট ডিনার ছিল। শোনা গেল, টিমের ব‌্যাটারদের নিয়ে বৈঠক হয়েছে। সে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে, অনুমান করার জন‌্য বিশেষ পুরস্কার নেই! শহরে ফেরার পর গুজরাটের হাতেও রশিদ খান রয়েছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement