Advertisement
Advertisement
KKR

টসে হেরে খুশি রিয়ান! মরণবাঁচন ম্যাচেও ইডেনের পিচ নিয়ে ‘সংশয়ে’ রাহানে

রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে নাইটদের দলে জোড় বদল।

IPL 2025: KKR wins the toss and elected to bat first against RR at Eden Gardens
Published by: Arpan Das
  • Posted:May 4, 2025 3:11 pm
  • Updated:May 4, 2025 3:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মরণবাঁচন ম্যাচে ইডেনে রাজস্থানের মুখোমুখি কেকেআর। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নাইট অধিনায়ক রাহানে। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে জোড় বদল। দলে এলেন মইন আলি ও রমনদীপ সিং। তবে পিচ নিয়ে এখনও ‘সংশয়’ মিটল না নাইট অধিনায়কের। জানালেন, পরের দিকে পিচ স্লো হবে কি না, তিনি বুঝতে পারছেন না। অন্যদিকে একই অবস্থান রিয়ান পরাগের। তিনি জানালেন, টসে হারতেই চেয়েছিলেন।

সামনে আর চারটে ম্যাচ। তার সবকটাই জিতলে তবে প্লে অফের দরজা খুলবে নাইটদের জন্য। রাজস্থান তুলনায় ‘দুর্বল’ প্রতিপক্ষ ঠিকই। কিন্তু ‘মরণ কামড়’ দেওয়ার সুযোগ ছাড়বে না বৈভবরা। সেখানে ইডেনের পিচ নিয়ে সংশয় অব্যাহত রইল। আইপিএলের শুরুর দিকে এই পিচ নিয়েই হাজারো বিতর্ক হয়েছে। এখন সেসব মিটলেও রাহানে পুরোপুরি নিশ্চিত নন, পরের দিকে পিচ কীরকম হবে।

আর সেই কারণেই প্রথমে ব্যাট করে বড় রান তুলতে চান। যেরকম দিল্লি ম্যাচে করেছিলেন। আসলে আইপিএলের প্রথম দিকে ইডেনে টসে জিতলেই প্রথম বল করার সিদ্ধান্ত নিচ্ছিলেন রাহানে। এখন সেই পদ্ধতি বদলেছেন। তাছাড়া আতঙ্ক কাটিয়ে রাহানের মাঠে নামা বাড়তি ভরসা জোগাবে কেকেআরে। এবার তিনি দুরন্ত ফর্মে আছেন। যার নেপথ্যে রয়েছে ঘরোয়া ক্রিকেট। রাজস্থানের বিরুদ্ধে লড়াইয়ে বাদ পড়েছেন হর্ষিত রানা ও অনুকূল রায়। তবে বোলিংয়ের কোনও একজনকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা যেতেই পারে।

অন্যদিকে পিচ নিয়ে সংশয়ে ছিলেন রিয়ান পরাগও। টসে জিতলেও যে কী করবেন, বুঝেও উঠতে পারছিলেন না। তাই টসে হেরে খুশি রাজস্থান অধিনায়ক। তাদের দলে তিন বদল। চোটের জন্য বাইরে নীতীশ রানা। এছাড়া বাদ পড়েছেন ফজলহক ফারুকি ও কুমার কার্তিকেয়। সেই জায়গায় দলে এসেছেন কুণাল রাঠোর, যুধবীর সিং ও হাসরাঙ্গা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement