সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইকে হারানোর পর লখনউ কোচ জাস্টিন ল্যাঙ্গারের মুখে চওড়া হাসি। ঘরের মাঠে প্রথম জয়, ব্যাটে-বলে দাপটও দেখিয়েছে তাঁর টিম। সাংবাদিক সম্মেলনেও সেই রেশ নিয়েই হাজির হলেন এলএসজি’র কোচ। আর তার মধ্যেই ফোন বেজে উঠল। ফোন ধরে ল্যাঙ্গার বললেন, “হ্যালো মা।”
ফোনটি কিন্তু ল্যাঙ্গারের নয়। বরং সাংবাদিক সম্মেলনে উপস্থিত এক সাংবাদিকের। তার মধ্যেই ফোন আসে ওই সাংবাদিকের। ফোনটি হাতে নিয়ে ল্যাঙ্গারের প্রথম প্রশ্ন, “মা কে?” তারপর ওই সাংবাদিকের অনুমতি নিয়ে কলটি রিসিভ করেন। তারপর বলেন, “হ্যালো মা। এখন রাত ১২টা ৮ বাজে। আমি সাংবাদিক সম্মেলনে আছি।” উলটো দিকে সাংবাদিকের মা কী উত্তর দিলেন সেটা অবশ্য জানা যায়নি। নেটিজেনরাও প্রশংসা করছেন ল্যাঙ্গারের আচরণের। যেভাবে তিনি ওই সাংবাদিক মায়ের উদ্বেগ দূর করলেন, তার প্রশংসা করছেন নেটিজেনরা।
সেই সঙ্গে ময়ঙ্ক যাদবের চোটের খবরও দিলেন লখনউ কোচ। তিনি জানান, “এনসিএ-তে ও যথেষ্ট পরিশ্রম করছে। আমি ওর বোলিংয়ের ভিডিও দেখলাম। আমার মতে এই মুহূর্তে ভারতে ওর থেকে দ্রুত গতির বোলার আর নেই। আমরা দেখেছি গতবার ও কত ভালো বল করেছে। ফলে ময়ঙ্ক ফিরলে সেটা আইপিএল ও ভারতের জন্য ভালো। সেই জন্যই ওকে নিয়ে এত কথা হচ্ছে।” ময়ঙ্ক না ফিরলেও চোট সারিয়ে ফিরেছেন আকাশ দীপ। এনসিএ’কে ধন্যবাদ দিয়ে তিনি বলছেন, “আবেশ খান ফিরে এসেছে, আকাশ দীপও ফিট। এনসিএ’কে তার জন্য জন্য কৃতিত্ব দিতে হয়। আশা করি ময়ঙ্কও তাড়াতাড়ি ফিরবে।”
A phone call in the middle of the press conference 📞
Good news on Mayank Yadav’s recovery 📰
And the importance of National Cricket Academy (BCCI’s COE) 👏
🎥 Head Coach, Justin Langer, has a field day at the post-match press conference 😊 |
— IndianPremierLeague (@IPL)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.