সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বানজারা হিলসের পার্ক হায়াত হোটেলে ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটাররা। সেই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সানরাইজার্স দল এই বিলাসবহুল হোটেলের তিন তলায় ছিল। জানা গিয়েছে, তড়িঘড়ি সরানো হয়েছে হায়দরাবাদ টিমকে। তাঁরা সুরক্ষিত রয়েছেন বলেই জানা গিয়েছে।
বিলাসবহুল হোটেলের তিন তলায় রয়েছে স্পা। সেখানেই আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। এক হোটেল কর্মী দমকলে খবর দিয়েছে বলে জানা গিয়েছে। দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও আগুন নিয়ন্ত্রণে আসার পর গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।
সূত্রের খবর, ফায়ার বেল বেজে ওঠায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন হায়দরাবাদ ক্রিকেটাররা। যদিও তাঁদের খুবই সাবধানে হোটেলের বাইরে নিরাপদে সরানো হয়। সানরাইজার্সের পক্ষ থেকে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে, তাদের ক্রিকেটাররা সুরক্ষিত রয়েছেন। ১৭ এপ্রিল, বৃহস্পতিবার তাদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স।
অন্যদিকে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় হোটেলে উপস্থিত কারওর কোনও ক্ষতি হয়নি। কী কারণে আগুন লেগেছে, তা তদন্তাধীন। স্থানীয় পুলিশ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে। স্বস্তির খবর, কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশের দাবি, কোনও ক্ষয়ক্ষতি ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
Fire broke out at Park Hyatt hotel in Banjara Hills on Monday morning. A Fire tenders deployed to the scene. No Casualties Reported.
The () cricket team, which was staying at the hotel, has now checked out.
— Revanth Chithaluri (@iRe1th)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.