সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি মাঠে নামলে গ্যালারিতে ঢেউ খেলে। মাঠের বাইরেও তাঁকে একবার দেখার জন্য হিড়িক পড়ে যায়। তিনি মহেন্দ্র সিং ধোনি। সুব্যবহারেই যিনি পরিচয় রাখেন বারবার। মাহির এই মহানুভবতার পরিচয় আবারও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেখানে নিরাপত্তার বেড়া টপকে হুইলচেয়ারে বসে থাকা এক অনুরাগীর কাছে যেতে দেখা যায় ধোনিকে।
ঠিক কী ঘটেছে? আঁটসাঁট নিরাপত্তার মধ্যে সিএসকে দলের সঙ্গে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছিলেন ধোনি। ধোনির চোখে পড়ে এক বৃদ্ধা ভক্ত হুইলচেয়ারে বসে। তাঁর আবদার, ধোনির সঙ্গে সেলফি তুলবেন। ধোনিও নিরাপত্তার তোয়াক্কা না করে ওই ভক্তের সঙ্গে সেলফি তুলতে এগিয়ে যান। অনুরাগীর ফোন নিজ হাতে নিয়ে আবদার মেটান তিনি।
সোশাল মিডিয়ায় এই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়তে ধোনির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। এক নেটিজেন লেখেন, ‘অসাধারণ মানুষ ধোনি।’ কেউ আবার তাঁকে ‘আদর্শ’ বলে উল্লেখ করে লেখেন, ‘তাঁর ভক্ত হতে পেরে সবসময় গর্বিত।’ একজন তাঁকে ‘বিশুদ্ধ মনের মানুষ’ও বলেন।
যদিও মাহির এমন আচরণ নতুন কিছু নয়। প্রায়শই তাঁকে অনুরাগীদের আবদার মেটাতে দেখা যায়। তাঁর শহর রাঁচিতে কখনও তাঁদের সঙ্গে ছবি তোলেন। শুভেচ্ছাও জানাতে দেখা যায় তাঁকে। ক্যাপ্টেন কুলের ভদ্রতা ও নম্রতা সবসময়ই নজর কাড়ে। তাই হয়তো তিনি ‘ভক্তের ভগবান’। বিমানবন্দরের ঘটনাও এর ব্যতিক্রম নয়। উল্লেখ্য, চেন্নাই সুপার কিংসের পরবর্তী ম্যাচ ২০ এপ্রিল। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স।
Woman sitting on a wheelchair requested MS Dhoni for a selfie and he himself took a selfie with her. ❤
— ` (@WorshipDhoni)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.