ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাই সুপার কিংসের কাছে ম্যাচটা যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে অনেকবেশি গুরুত্বপূর্ণ গুজরাত টাইটান্সের কাছে। রবিবার আইপিএলে ঘরের মাঠে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নামছে গুজরাত। আগের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে কিছুটা হলেও চাপে পড়েছেন শুভমান গিলরা। যদিও এই ম্যাচ ঘিরে কাজ করছে ‘ধোনি আবেগ’ও।
প্লে অফ ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে লিগ টেবলের শীর্ষে থাকা গুজরাতের। এখন তাদের লক্ষ্য যেভাবেই হোক প্রথম দুইয়ে থাকা। অন্যদিকে, চেন্নাই চাইছে তাদের তরুণ ক্রিকেটারদের দেখে নিতে। এবারের ব্যর্থতা ভুলে আগামী মরশুমকে সামনে রেখেই তারা এগোচ্ছে।
তবে আবেগেরও একটা ব্যাপার আছে। এবারের মরশুমে শেষবার চেন্নাই সুপার কিংসেয়ের হয়ে শেষ ম্যাচ খেলতে নামছেন মহেন্দ্র সিং ধোনি। আগামী মরশুমে প্রাক্তন ভারত অধিনায়ককে আইপিএলে খেলতে দেখা যাবে কি না, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ধোনির ভবিষ্যৎ পরিকল্পনা কী এ ব্যাপারে গুজরাট ম্যাচের আগের দিন সিএসকে’র সহকারী কোচ শ্রীধরণ শ্রীরাম বলেন, “এই বিষয়ে বেশি কিছু জানি না। ভবিষ্যতে কী হতে চলেছে, সে ব্যাপারেও বলতে পারব না। সুতরাং মনে করা হচ্ছে, নিজের ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে শেষ কথা বলবেন ‘ক্যাপ্টেন কুল’ স্বয়ং।
লখনউয়ের বিরুদ্ধে হেরে গিলদের অঙ্ক জটিল হয়ে গিয়েছে। তাই ছন্দহীন চেন্নাইকে হারিয়ে প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করতে চান তাঁরা। এই মুহূর্তে গুজরাত ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করেছে। চেন্নাইকে হারাতে পারলে তাদের পয়েন্ট দাঁড়াবে ২০। তৃতীয় স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পয়েন্ট ১৩ ম্যাচে ১৭। চতুর্থ স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের পয়েন্ট ১৩ ম্যাচে ১৬। এক্ষেত্রে গুজরাত যদি জেতে তাহলে তাদের প্রথম দুই কার্যত নিশ্চিত। চেন্নাই অবশ্য টেবিলের সবার নিচে রয়েছে ১৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে। তাদের লক্ষ্য, শেষ ম্যাচে সমর্থকদের মুখে হাসি ফোটানো।
আজ আইপিএলে
গুজরাত টাইটান্স বনাম
চেন্নাই সুপার কিংস
দুপুর ৩.৩০, আহমেদাবাদ
স্টার স্পোর্টস ও জিও-হটস্টার
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.