Advertisement
Advertisement
IPL 2025

‘শান্তির দূত’ রাজীব শুক্লা! অভিষেক-দিগ্বেশের ‘যুদ্ধবিরতি’ করালেন খোদ বোর্ডের সহ-সভাপতি

'কে ডোনাল্ড ট্রাম্প?' মজা করে বলছে নেটপাড়া।

IPL 2025: Netizen calls Rajeev Shukla Donald Trump as BCCI vice president ends Avishek Sharma and Digvesh Rathi fight
Published by: Arpan Das
  • Posted:May 20, 2025 2:51 pm
  • Updated:May 20, 2025 2:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল চলবে, আর একটু বাকবিতণ্ডা হবে না, তা কী হয়? আবার ম্যাচের শেষে সবাই ভাই-ভাই। এই যেমন সোমবার ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন দিগ্বেশ রাঠি ও অভিষেক শর্মা। আর সেই যুদ্ধ থামালেন কে? খোদ বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা! যা দেখে নেটপাড়া বলছে, ‘ডোনাল্ড ট্রাম্প কে?’

Advertisement

লখনউয়ের বিরুদ্ধে ২০ বলে ৫৯ রান করে বোলারদের নিয়ে কার্যত ছিনিমিনি খেলেন অভিষেক শর্মা। তাঁকে ফেরান দিগ্বেশই। তারপরই বিতর্কের সূত্রপাত। প্রথমে অভিষেককে ‘টাটা’ করে ডাগ আউটের পথ দেখান লখনউ স্পিনার। তারপর নোটবুক সেলিব্রেশনও করেন। এখানেই শেষ নয়। অভিষেক যখন ফিরে যাচ্ছেন, তখন তাঁকে কিছু একটা বলেন দিগ্বেশ। তারপর আর মাথা ঠান্ডা রাখতে পারেননি হায়দরাবাদের ব্যাটার। তিনিও তেড়ে যান দিগ্বেশের দিকে। দুজনেই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন।

সেই রেশ ছিল ম্যাচের শেষ পর্যন্ত। তখন আসরে নামেন রাজীব শুক্লা। দুজনের সঙ্গেই হালকা মেজাজে গল্প জুড়ে দেন তিনি। মূলত অভিষেক শর্মার বক্তব্যই শোনেন তিনি। দিগ্বেশও হায়দরাবাদের ব্যাটারের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করেন। এই ঘটনার ছবি ছড়িয়ে পড়তেই শুরু মিমের জোয়ার। নেটিজেনদের বক্তব্য, ‘শান্তির দূত’ হয়ে এলেন শুক্লা। দুজনের ‘যুদ্ধবিরতি’ থামালেন। পরে দেখা যায়, অভিষেক ও দিগ্বেশ হাসিমুখে গল্প করছেন।

আসলে কিছুদিন আগে ভারত-পাক যুদ্ধবিরতিতে তাঁর মুখ্য ভূমিকা ছিল বলে দাবি করেছিলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। যদিও ভারত সরকারের পক্ষ থেকে সেই দাবি নস্যাৎ করে দেওয়া হয়েছে। আর এর মধ্যে আইপিএলে দুই তারকার ‘যুদ্ধবিরতিতে’ হাজির রাজীব শুক্লা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement