সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য বিসিসিআইয়ের বার্ষিক চুক্তিতে ‘প্রত্যাবর্তন’ ঘটেছে তাঁর। আর বুধবার সন্ধ্যায় ম্যাচটি ছিল তাঁর ‘ঘরের মাঠ’ ওয়াংখেড়েতে। তাই ঈশান কিষানের দিকে নজর যে থাকবে, সেটা সহজেই অনুমেয়। যদিও এমন একটা ম্যাচে ভুল সিদ্ধান্ত নিয়ে বসলেন তিনি। যা দেখে তিনি ফের নেট নাগরিকদের ‘চক্ষুশূল’ হয়ে উঠেছেন।
এদিন টস জিতে সানরাইজার্স হায়দরাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠান মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ‘রান মেশিন’ হায়দরাবাদের শুরুটাই হয় নড়বড়ে। শুরুর ওভারে অজি তারকা ট্র্যাভিস হেড শূন্যে ফিরে যাওয়ার পর নামেন ঈশান কিষান। প্রথম ম্যাচের পর সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। এ ম্যাচেও অবশ্য তার ব্যতিক্রম হয়নি। মাত্র ১ রানে তিনি সাজঘরে ফেরেন। যদিও তিনি চাইলে কিন্তু ‘অতি ক্ষুদ্র’ এই ইনিংসটাকে সহজেই এগিয়ে নিয়ে যেতে পারতেন।
ঠিক কী ঘটেছে? দীপক চাহারের যে বলটিতে তিনি ‘আউট’, সেই বলটিতে আম্পায়ার বিনোদ শেশান আউট না দিয়ে ওয়াইড দিতে যাচ্ছিলেন। কিন্তু ঈশান সেসব না দেখে নিজেই নিজেকে ‘আউট’ দিয়ে সাজঘরের পথে আগুয়ান। বাঁ-হাতি ব্যাটারের এহেন সিদ্ধান্তে হতবাক হয়ে যান চাহার এবং উইকেটরক্ষক রিকালটন। এমনকী আম্পায়ারও চমকে যান। কেউ কোনও আপিল করেননি অথচ বিন্দুবিসর্গ না ভেবে ঈশান বেরিয়ে গিয়েছিলেন। যদিও মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া অবশ্য এগিয়ে গিয়ে ঈশানের হেলমেটে ‘আদরে’র ঘুসি মারেন। পরে রিপ্লেতেও দেখা যায় ব্যাটেই লাগেনি বল।
দীর্ঘ সাত বছর মুম্বইয়ে ছিলেন ঈশান কিষান। এবার তিনি সানরাইজার্সে। তবে, তাঁর এই ‘আজগুবি’ সিদ্ধান্তে ইতিমধ্যেই গুঞ্জন উঠেছে নেটপাড়ায়। এক নেটিজেন লেখেন, ‘মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন নাকি ঈশান?’ আরেকজন এর মধ্যে ‘গড়াপেটা’র গন্ধ পেয়ে লিখেছেন, ‘অবিলম্বে ঈশান কিষানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বিসিসিআইয়ের।’ উল্লেখ্য, ২০ ওভারে ১৪৩ রানেই থমকে যায় ‘অরেঞ্জ আর্মি’র ইনিংস।
. fixing na kodakkallara please do take action on SRH And Ishan kishan !!
And on umpire too lifted his finger even no one appeal!!
— Avinash 🦁 (@ysj_39)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.