Advertisement
Advertisement
IPL 2025 Final

অনুশীলনে নেই সল্ট, ফাইনালে অনিশ্চিত? খেলা শুরুর আগেই দুশ্চিন্তা আরসিবি শিবিরে

এমন খবরে রীতিমতো উদ্বেগে বেঙ্গালুরু ফ্যানেরা।

IPL 2025: Phil Salt absent from practice, uncertain for final? Concerns in RCB before Final

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:June 3, 2025 1:44 pm
  • Updated:June 3, 2025 3:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফাইনালে নামার আগেই দুশ্চিন্তার মেঘ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে। দলের অন্যতম তারকা ফিল সল্ট ফাইনালে হয়তো নাও খেলতে পারেন। এমনই খবর উঠে এসেছে ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে।

Advertisement

জানা গিয়েছে, সল্টের (Phil Salt) বান্ধবী অ্যাবি ম্যাকলাভেন সন্তানসম্ভবা। এই পরিস্থিতিতে পরিবারের পাশে থাকতে ইংল্যান্ডে ফিরে যেতে পারেন তিনি। যদিও এখনও পর্যন্ত আরসিবি’র তরফে এ ব্যাপারে কিছু ঘোষণা করা হয়নি। তবে এমন খবরে রীতিমতো উদ্বেগে থাকবেন বেঙ্গালুরু ফ্যানেরা।

প্রসঙ্গত, ফাইনালের (IPL 2025 Final) আগের দিন আরসিবি (RCB) অনুশীলনে উপস্থিত ছিলেন না সল্ট। সেই কারণে ফাইনালের মতো ম্যাচে তিনি আদৌ খেলবেন কিনা, তা নিয়ে জল্পনা রয়েছে। যদিও এ ব্যাপারে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে রা কাড়েননি আরসিবি’র হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। বিশেষজ্ঞ মহল মনে করছে, বিপক্ষকে চাপে রাখতে হয়তো কৌশলগত কারণে এমন ধোঁয়াশা তৈরি করছে আরসিবি। যদিও এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, তিনি মঙ্গলবার ভোরে ফাইনালের জন্য ফিরে আসেন। এমন খবরে স্বস্তিতে আরসিবি শিবির।

চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন সল্ট। ১২ ম্যাচে করেছেন ৩৮৭। গড় ৩৫.১৮। স্ট্রাইক রেটও দারুণ, ১৭৫.৯০। বিরাট কোহলির সঙ্গে তাঁর ওপেনিং জুটি আরসিবি’র অন্যতম ভরসা। পাঞ্জাব কিংস ম্যাচে তিনি না খেললে বেঙ্গালুরুর ব্যাটিং বেশ কিছুটা দুর্বল হয়ে পড়বে। শেষমেশ সল্ট নামতে না পারলে তাঁর জায়গায় কাকে দেখা যাবে, সেই নিয়েও প্রশ্ন রয়েছে। মনে করা হচ্ছে, ময়ঙ্ক আগরওয়ালকে বিরাটের সঙ্গে ওপেনিংয়ে নামিয়ে দেওয়া হতে পারে। তাছাড়াও নিউজিল্যান্ড তারকা ব্যাটার টিম সেইফার্টও রয়েছেন বেঙ্গালুরু দলে। যদিও তিনি এখনও পর্যন্ত কোনও ম্যাচ খেলেননি। সেই কারণে ফাইনালের মতো ম্যাচে তাঁকে নামিয়ে কি ঝুঁকি নিতে চাইবে বেঙ্গালুরু? সেই প্রশ্নও উঠছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement